আমাদের কথা খুঁজে নিন

   

উত্তর ও মধ্যাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহের আ÷

চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহের শঙ্কা করছে আবহাওয়া অধিদফতর। এ সময় বাতাসের তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। জানুয়ারির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদফতর। বিডিনিউজ।

সূত্র জানায়, চলতি মাসে শৈত্যপ্রবাহের পাশাপাশি মাঝারি ধরনের ঘন কুয়াশারও পূর্বাভাস দিয়েছে এ সংস্থাটি। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় ১৩ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ১-২টি মাঝারি অথবা তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ সময় এসব অঞ্চল এবং নদ-নদী অববাহিকায় মাঝারি এবং ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানানো হয়েছে। সাধারণত মাঝারি শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াস এবং তীব্রে ৪-৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।পূর্বাভাস কর্মকর্তারা জানিয়েছেন, শীতের শুরুতে এ ধরনের আবহাওয়া থাকা স্বাভাবিক। তাপমাত্রার তারতম্য কমতে থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে। গেল বছরও এ সময়ে একই ধরনের আবহাওয়া ছিল বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.