আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামে তুমি

এই ব্লগে এটাই আমার প্রথম লেখা । নতুন বছরের শুভেচ্ছা সহ সবাইকে এবং একজন কে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার । তোমার নতুন বছরটা শুভ হউক । ******************* >> ************************** চিঠি ০৩/০১/২০১৩ প্রিয়, জানি ভুলনি কখন ও , ভুলতে পারবে ও না কোনদিন । এই বছরের শুরুতেই চেয়েছিলাম তোমায় জানাবো ।

ভারচুয়াল জগতে তুমি এতটাই মগ্ন হয়ে গিয়েছ যেখানে বাস্তবতার কোনও মূল্যই তুমি দিলে না । না কোনও অভিমান আর অভিযোগ নেই । কেন করব আর কার সাথেই বা করব । তোমার ইচ্ছেই তুমি চলে গিয়েছো , তোমার ইচ্ছে ছিল তাই তুমি আজ ভুলতে বসেছ আমার কিইবা করার আছে । জানি লেখাটি তোমার চোখে পড়বে কভু আবার হয়ত বা পড়বে ও না তবু বলব এভাবে সব কিছুকেই অবজ্ঞা করা ঠিক না ।

একদিন বুঝবে , তুমি একদিন ঠিকই বুঝবে । তোমার ই প্রিয় ব্লগে অনেক কস্টে একটি নিক খুলেছি , নতুন বছরের শুভেচ্ছা । আর কিছুই নেই বলার । উত্তরের অপেক্ষায় ও থাকব না , আশা করি নিজে এসে উত্তরটা দিয়ে যাবে । ভাল থেকো ।

ইতি, রজনীগন্ধা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.