আমাদের কথা খুঁজে নিন

   

আম আদমিকে সময় দিতে চান মনমোহন

অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) ভোটারদের আস্থা অর্জন করেছে বলে স্বীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। দলটির কাজের মূল্যায়নে সময় দেওয়ার পক্ষে তিনি। গতকাল ভারতীয় এক গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে। মনমোহন সিং বলেন, 'জনরায়কে সম্মান জানাতে হবে। দিলি্লর জনগণ আম আদমিকে আস্থায় ভোট দিয়েছে। আমি মনে করি, আমাদের অবশ্যই এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করতে হবে।' তিনি আরও বলেন, সময়ই বলে দেবে এই অভিজ্ঞতা অর্থনীতি ও রাজনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম কি-না। আম আদমি ক্ষমতায় এসেছে এক সপ্তাহেরও কম সময়। তাই তাদের নিয়ে কোনো মন্তব্য করলে খুব তাড়াহুড়ো হয়ে যায়। নিজেদের মূল্যায়ন করার জন্য তাদের সময় দিতে হবে। এদিকে বিধান সভার নির্বাচনে ব্যাপক সাড়া পাওয়ায় এবার এএপি'র দৃষ্টি এবার জাতীয় নির্বাচনের দিকে। গতকাল দলীয় এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। গুজরাট, হরিয়ানা ও উত্তর প্রদেশের সব আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর রামলীলা ময়দানে দিলি্লর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অরবিন্দ কেজরিওয়াল। এনডিটিভি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.