আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয়করণের এক বছরেও বেতন পাননি নাটোরের ১১

চাকরি জাতীয়করণের এক বছরেও নাটোরের ২৮৭টি রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের ১১৩৬ জন শিক্ষক সরকারি কোনো সুযোগ-সুবিধা পাননি। উল্টো বেসরকারি হিসেবে আগে যে বেতন পেতেন চার মাস ধরে তাও বন্ধ। এতে স্ত্রী-সন্তান নিয়ে সীমাহীন কষ্টে দিন কাটছে তাদের।

প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্র জানায়, জেলায় ২৮৭টি রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ে ১১৩৬ শিক্ষক কর্মরত রয়েছেন। গত বছরের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রেজিস্ট্রার্ড ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি তিন ধাপে জাতীয়করণের ঘোষণা দেন। ভুক্তভোগী শিক্ষকরা বলেন, জাতীয়করণের আগে তারা প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের বেতন-ভাতা উত্তোলন করতেন। কিন্তু ঘোষণার পর থেকে বেতন অনিয়মিত হয়ে পড়ে। সর্বশেষ গত আগস্টে বেতন পেয়েছেন তারা। এমনকি সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ১০ শতাংশ মহার্ঘ্যভাতা পেলেও তারা সেটাও পাননি। বড়াইগ্রাম উপজেলা রেজি. প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুল ইসলাম বলেন, জাতীয়করণে আমরা খুশি। তবে বেতন না পাওয়ায় খুব কষ্টে আছি। সরকারি হিসেবে বেতনভুক্ত না হওয়া পর্যন্ত আগে আমরা যে বেতন-ভাতা পেতাম তা ঠিকভাবে দিলেও খেয়ে-পড়ে বাঁচতে পারতাম। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কাশেম বলেন, ইতোমধ্যে স্কুল ও শিক্ষকরা সরকারি গেজেটভুক্ত হয়েছেন। কিন্তু ট্রেজারির মাধ্যমে বেতন এখনো চালু হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.