আমাদের কথা খুঁজে নিন

   

ইপিএলে বিদেশি কোচের বিপক্ষে মরিনিয়ো

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০ ক্লাবের মধ্যে নয়টিতেই আছেন ব্রিটেন ও আয়ারল্যান্ডের বাইরের কোচ, যা চেলসির কোচ মরিনিয়োর মতে মোটেও স্বাভাবিক নয়।
ব্রিটিশ কোচদের প্রাধান্য দেয়া উচিত বলেই মনে করেন পর্তুগালের মরিনিয়ো।
এ প্রসঙ্গে ব্রিটিশ গণমাধ্যমে মরিনিয়ো বলেন, “এই মুহূর্তে প্রিমিয়ার লিগে অনেক বেশি বিদেশি কোচ থাকার ব্যাপারটাতে আমার মত নেই। হ্যাঁ, এক্ষেত্রে আমি আমার নিজের বিপক্ষে কথা বলছি।”
এ সপ্তাহে কার্ডিফ সিটির নতুন কোচ হিসেবে নরওয়ের ওলে গানারের নাম ঘোষণার পর ইপিএলে বিদেশি কোচের আধিক্যের বিষয়টা সামনে উঠে আসে। ১৯৯২ সালে ইপিএলের শুরুতে কোনো দলের কোচই বিদেশি ছিলেন না।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।