আমাদের কথা খুঁজে নিন

   

শনিবার ইপিএলে লন্ডন ‘ডার্বি’

এছাড়া ঘরের মাঠে ম্যান সিটি স্বাগত জানাবে ফুলহ্যামকে। আর লিভারপুল খেলতে যাবে কার্ডিফ সিটির মাঠে।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও সর্বশেষ ম্যাচটি দুঃস্বপ্নের মতো কেটেছিল চেলসির। গত শনিবার অ্যাস্টন ভিলার মাঠে শুধু ১-০ গোলেই হারেনি তারা, লাল কার্ড দেখেন রামিরেস ও উইলিয়ান। আর্সেনালের বিপক্ষে তাই ছন্দে থাকা দুই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে মাঠের বাইরে থাকতে হচ্ছে।



তবে চেলসির জন্য প্রণোদনা, খেলা হচ্ছে তাদের মাঠে। আর জোসে মরিনিয়োর অধীনে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি সব সময়ই অপ্রতিরোধ্য।

আর্সেন ভেঙ্গারকে ম্যাচটা দারুণ এক মাইলফলকের সামনে দাঁড় করিয়েছে। আর্সেনালের কোচ হিসেবে এটা তার সহস্রতম ম্যাচ।

শিরোপার গতিপ্রকৃতি নির্ধারণে এই লড়াই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

৩০ ম্যাচ থেকে চেলসির সংগ্রহ ৬৬ পয়েন্ট।

৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে আর্সেনাল। তবে লিভারপুল-আর্সেনাল দুই দলই চেলসির চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।

২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটির অবস্থান আপাতত চতুর্থ।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।