আমাদের কথা খুঁজে নিন

   

চ্ট্টগ্রামে জাপার বাবলু বিজয়ী

রোববার দশম সংসদ নির্বাচনে চট্টগ্রামের নয়টি আসনে ভোটগ্রহণ হয়। রাত ৯টা পর্যন্ত কোতোয়ালিসহ পাঁচটি আসনের ফল পাওয়া গেছে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে। বাকি চারটি আসনেই আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছে।
কোতোয়ালি আসনের ১৪৩ কেন্দ্রের ঘোষিত ফলাফলে বাবলু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৭৭৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির আবু হানিফ হাতুড়ি মার্কায় পেয়েছেন ৩ হাজার ৫৯৯ ভোট।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী।


১৩৮ কেন্দ্রের ১৩৬টির ঘোষিত ফলে নদভী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ এক হাজার ৮৬৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএফের জয়নাল আবেদিন কাদেরী টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৪৮ ভোট।
এই আসনের দুটি ভোট কেন্দ্র জামায়াতি হামলার কারণে স্থগিত রয়েছে। এগুলো হল- ছাদাহা আদর্শ মহিলা মাদ্রাসা (ভোটার দুই হাজার ৮৪১) এবং আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (দুই হাজার ৯৪১)।
রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের বলেন, স্থগিত কেন্দ্রের ভোট ছাড়াই আবু রেজা নদভী বিজয়ী হয়েছেন।
সাতকানিয়া-লোহাগাড়া আসনে জামায়াত-শিবিরের তাণ্ডব ও সহিংসতার কারণে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে গোলযোগ হয় এবং একটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতেএক শিবিররকর্মী নিহত হন।


চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরের আংশিক) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দিদারুল আলম।
সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে দিদার পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের আ ফ ম মফিজুর রহমান মশাল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৬২ ভোট।
এ আসনে মোট কেন্দ্র ছিল ১০৩টি এবং ভোটার ৩ লাখ ৫০ হাজার ৮৯ জন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৫৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (জেপি) হায়দার আলী চৌধুরী বাই সাইকেল মার্কায় পেয়েছেন ৬ হাজার ৮৪৮ ভোট।
এই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১০ এবং ভোটার সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৫৬৭।
দ্বীপ উপজেলা সন্দ্বীপ নিয়ে গঠিত চট্টগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীকে মিতা পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার এম এ সালাম পেয়েছেন ৩ হাজার ৪৬৬ ভোট।


এই আসনে মোট ভোটার ১ লাখ ৭৬ হাজার ৮৭২ জন। এর মধ্যে ৭০ শতাংশ ভোট দিয়েছেন বলে নির্বাচন কর্মকর্তারা দাবি করেছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.