আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বমিডিয়ায়ও গুরুত্ব পেয়েছে সহিংসতার ভোট

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের খবর গুরুত্ব পেয়েছে বিশ্বমিডিয়ায়। প্রতিবেদনগুলোতে ভোটারদের উপস্থিতি না থাকা, সহিংসতা, জনগণের আতঙ্ক, বিরোধী দলের বর্জন সবই উঠে এসেছে। তিন ঘণ্টা পর পর আপডেট হয়েছে প্রতিবেদনগুলো। আপডেট প্রতিবেদনগুলোতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি, রয়টার্স, এপি, এএফপি, আলজাজিরা, সিএনএন, সিনহুয়া, পিটিআই, এনডিটিভির প্রতিবেদন প্রচার করা হয়েছে বেশির ভাগ আন্তর্জাতিক দৈনিকের অনলাইন সংস্করণে।

এ ছাড়া টেলিগ্রাফ, নিউইয়র্ক টাইমস, খালিজ টাইমস, টাইমস অব ইন্ডিয়া, ডনসহ বেশির ভাগ গুরুত্বপূর্ণ দৈনিকের অনলাইন সংস্করণেও আসে এ নির্বাচনের খবর।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফিনান্সিয়াল টাইমস অনলাইন সংস্করণে বলেছে, ভোটকেন্দ্র দখল, অগি্নসংযোগ, ব্যালট পেপার ছিনতাইয়ের মধ্য দিয়ে রবিবার সকাল ৮টা থেকে বাংলাদেশে শুরু হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচন। বিরোধী দলহীন এ নির্বাচন পরিণত হয়েছে সহিংসতাপূর্ণ নির্বাচনে। 'বাংলাদেশের নির্বাচনে বর্জন, সহিংসতা' শিরোনামে এপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বিরোধী দলের বর্জনের নির্বাচনে বিরোধীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ এবং ১০০টি ভোটকেন্দ্রে সহিংসতা হয়েছে, যা নির্বাচনকে 'প্রহসনের নির্বাচনে' পরিণত করেছে। একই প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের এবিসি নিউজও।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাংলাদেশের বিরোধী দলের বর্জনের এ নির্বাচনে চলছে সহিংসতা। শুধু রবিবারেই এ প্রতিবেদন লেখা পর্যন্ত চারজন মারা গেছে। আল-জাজিরা 'বাংলাদেশের নির্বাচনে মৃত্যু' শিরোনামে তাদের অনলাইন সংস্করণে বলেছে, একতরফা এ নির্বাচনে পুলিশের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। সহিংসতা হয়েছে কমপক্ষে এক হাজার ভোটকেন্দ্রে। এ অবস্থা দক্ষিণ এশিয়ার দেশটিকে গভীর সংকটের দিকে নিয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা।

প্রভাবশালী সংবাদমাধ্যম টেলিগ্রাফও নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করেছে তাদের প্রতিবেদনে। 'বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে কয়েকডজন ভোটকেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে' শিরোনাম করে সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, ?বাংলাদেশে প্রধান বিরোধী দলের নির্বাচন বর্জনের পরও রবিবার অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে প্রায় ৬০টি ভোটকেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তিনজন লোক নিহত হয়েছে। নির্বাচনকেন্দ্রিক অস্থিরতার কারণে পোশাকশিল্পের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করে রয়টার্স। ফরাসি সংবাদ সংস্থা এএফপি নির্বাচন নিয়ে তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, 'বাংলাদেশে কয়েকডজন ভোটকেন্দ্রে হামলা, নিহত ১'। এএফপি বলেছে, বাংলাদেশে রবিবারের নির্বাচনকে সামনে রেখে শনিবার কয়েক ডজন ভোটকেন্দ্রে হামলা চালানো হয়েছে।

এসব ঘটনায় ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এএফপির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে একই সংবাদ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন, দ্য নিউজ, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসসহ বেশ কয়েকটি খ্যাতনামা সংবাদমাধ্যম। আলজাজিরা জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে লাগাতার ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বাংলাদেশের বিরোধী দল। প্রধান বিরোধী দল বিএনপির বর্জনের মধ্য দিয়েই রবিবারের ভোটগ্রহণ হতে চলেছে বলে জানানোর পাশাপাশি ভোটকেন্দ্রে হামলার কথাও নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছে আলজাজিরা। এ ছাড়া রবিবার নির্বাচনের ভোটগ্রহণকালে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদন করেছে ডয়চে ভেলে, সিনহুয়া ও অন্য গণমাধ্যগুলো।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.