আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগেই প্রায় দেড়শ ভোটকেন্দ্র পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। এর ফলে প্রায় দেড়শ শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরিভাবে ভস্মীভূত বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দেশে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপিত হয়। শিশু-কিশোর শিক্ষার্থীদের সঙ্গে ভোট বা রাজনীতির কোনো সম্পর্ক না থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে যাওয়ায় তাদের শিক্ষাজীবনে ব্যাঘাত সৃষ্টি হলো। বছরের দ্বিতীয় দিনে গত ২ জানুয়ারি সারা দেশের স্কুলগুলোতে বিনামূল্যে বই পেঁৗছে দেওয়া হয়েছে।

নির্বাচনের পরের দিন স্কুল খোলা থাকায় শিক্ষার্থীদের নতুন বই নিয়ে স্কুলে যাওয়ার কথা। ভোটকেন্দ্র পুড়িয়ে দেওয়ার নামে স্কুল পুড়িয়ে দেওয়ায় সংশ্লিষ্ট স্কুলগুলোর ছাত্রছাত্রীদের ক্লাস কবে শুরু হবে তা অনিশ্চিত হয়ে উঠল। সংঘাত-সহিসংতার রাজনীতি কতটা বেপরোয়া ও কাণ্ডজ্ঞানহীন হয়ে উঠেছে দেড়শর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে অগি্নসংযোগের ঘটনা তারই প্রমাণ। শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনাকে ঘৃণিত কাজ বলে আখ্যায়িত করে বলেছেন, নির্বাচন প্রতিরোধের নামে পেট্রল ও গান পাউডার দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসা যারা পুড়িয়ে দিচ্ছে তারা সভ্যতার শত্রু। শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষ এ কাণ্ডজ্ঞানহীন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন।

বিরোধী দল নির্বাচন বর্জন করছে, নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি তা বর্জন করা যে কোনো দলের কিংবা সাধারণ নাগরিকের অধিকারের পর্যায়ে পড়ে। বিরোধী দলের নির্বাচন বর্জনও সে অধিকারের পর্যায়ে পড়ে। কিন্তু নির্বাচন প্রতিহত করার জন্য ভোটকেন্দ্রে অগি্নসংযোগের নামে শিক্ষাপ্রতিষ্ঠান জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া বর্বরতার নামান্তর। এ বর্বর ঘটনায় কারা জড়িত তা যথাযথ তদন্ত এবং বিচারের মাধ্যমে উদঘাটিত হতে পারে। আমরা মনে করি, যারা শিক্ষাপ্রতিষ্ঠানে অগি্নসংযোগ করে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তান বা পাকিস্তান বানানোর অপচেষ্টা চালাচ্ছে তাদের পরিচয় যাই হোক, শাস্তি হওয়া উচিত।

আমরা নীতিগতভাবে একতরফা নির্বাচনের বিরোধী। তবে একই সঙ্গে নাশকতাকেও আমরা না বলতে চাই।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.