আমাদের কথা খুঁজে নিন

   

ভোট ছিল সাংবিধানিক বাধ্যবাধকতা: ভারত 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন সোমবার বলেন, “এটা (নির্বাচন) ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ ও সাংবিধানিক প্রক্রিয়ার অংশ। দেশের ভবিষ্যত কি হবে এবং কারা জনপ্রতিনিধি হবেন- বাংলাদেশের মানুষই তা ঠিক করবে।”

রোববার বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধের মধ্যে ভোটের সময়ই দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় ১৮ জন নিহত হন।

এদিন যে ১৪৭টি আসনে ভোট হয়, তার মধ্যে ১০৪টিতে জয়ের ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৩ জনকে নিয়ে দলটির মোট আসন দাঁড়াচ্ছে ২৩১টিতে, যা সরকার গঠনের ন্যূনতম আসনের চেয়ে ৮২টি বেশি।

সৈয়দ আকবরউদ্দিন বলেন, “সহিংসতার পথে কোনো সমাধান আসে না। গণতান্ত্রিক প্রক্রিয়াকে তার নিজস্ব গতিপথে চলতে দিতে হবে।” 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।