আমাদের কথা খুঁজে নিন

   

উৎসবে মুখরিত আওয়ামী লীগ

দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নেতা-কর্মীরা গতকাল উল্লাস করেছেন। নির্বাচিত অনেক এমপি ছুটে আসেন এ কার্যালয়ে। দিনভর বিজয়ের আনন্দ একে অন্যের মধ্যে ভাগাভাগি করেন তারা। গত তিন-চার দিন নির্বাচনকে ঘিরে দলীয় সভানেত্রীর এ কার্যালয়ে বিরাজ করেছিল উৎসবমুখর পরিবেশ। রাত-দিন নেতা-কর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ধানমন্ডি অফিস।

দলের সিনিয়র অনেক নেতারই পদচারণা বেড়ে যায় এখানে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের কয়েক দিন ধরে দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন এবং তাদের মাতিয়ে রাখেন ধানমন্ডির এ কার্যালয়ে। গতকালও তিনি এসেছিলেন এখানে। এ সময় বেশ কয়েকজন সিনিয়র নেতা, নির্বাচিত সংসদ সদস্য এবং দলের অসংখ্য নেতা-কর্মী অবস্থান করেন। নির্বাচন অনুষ্ঠানের কয়েক দিন আগে থেকেই আওয়ামী লীগ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

এখানে উৎসবে মেতে ওঠেন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদকদের দলের এ কার্যালয়ে সার্বক্ষণিক অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়াও আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগসহ দলের বিভিন্ন সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে জড়ো হন। এখানে দিনভর অবস্থান করেন তারা। গত কয়েক দিন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সভানেত্রীর কার্যালয়ের চারপাশ নাচ-গান আর স্লোগানে অন্যরকম পরিবেশ তৈরি হয়।

কয়েকটি সাংস্কৃতিক সংগঠন নাচ-গানে অংশ নেয়। স্বাধীনতা এবং দেশাত্দবোধক গান পরিবেশন করেন শিল্পীরা। আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের স্টাফ এবং নেতা-কর্মীদের আপ্যায়নের ব্যবস্থাও করা হয়েছিল।

ধানমন্ডির এ কার্যালয়ে বসেই সারা দেশে নির্বাচনের খোঁজখবর নেন দলের কয়েকজন সিনিয়র নেতা। কোথাও নাশকতা সৃষ্টি হলে তা নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দলীয় নেতা-কর্মীদের অবহিত করা হয়।

সারা দেশের সহিংস পরিস্থিতি নিয়ে কয়েক দফা সংবাদ সম্মেলনও করা হয়। সভানেত্রীর এ কার্যালয়ে বসে নির্বাচনী মনিটরিংয়ের দায়িত্ব পালন করেন সিনিয়র নেতারা। নির্বাচনে বিজয়ী অনেক এমপি মন্ত্রী হওয়ার আশা নিয়ে ধানমন্ডির এ কার্যালয়ে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন দলের সিনিয়র নেতাদের কাছে তাদের ইচ্ছার কথা প্রকাশ করছেন বলেও খোঁজ নিয়ে জানা গেছে।

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।