আমাদের কথা খুঁজে নিন

   

পুড়ছে মনুষ্যত্ব

মোঃ রাইসুল করিম রিয়াদ

আজ অফিসে পত্রিকা হাতে পাওয়া মাত্রই শিউরে উঠলাম (গতকাল টিভি দেখা হয়নি)। এভাবে কেউ কারো বাড়ী ঘর পুড়ে দিতে পারে ???
আমার পাশে থাকা এক ভদ্রলোক (!!!) বিষয়টা নিয়ে আমার অভিব্যক্তি দেখে বললো, “আরে মিয়া, এই রকম করেন কেন ? পুড়াইছে ভালো হইছে । ওরা ভোট দিতে গেল কেন ?”
শুনেই মেজাজটা আরোও খারাপ হয়ে গেল । কিছু বলতে গিয়েও থেমে গেলাম । কারণ কোন ছাগলকে বুঝানো মানুষের কর্ম না । রাজনীতিতে যেমন মত, থাকবে তেমনি মতপার্থক্যও থাকবে, এটাই নিয়ম । এর মানে এই নয় যে, যে আমার বিরোধীমত প্রকাশ করবে তার বাড়ী ঘর পুড়ে দিতে হবে ???
ভাই, ওই খানে কোন হিন্দু বা মুসলমানকে পুড়ে নাই, পুড়ছে বাঙ্গালীকে , আমাদের মনুষ্যত্বকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।