আমাদের কথা খুঁজে নিন

   

গেজেট প্রকাশ করেছে ইসি

দশম জাতীয় সংসদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আটটি আসনে নির্বাচন বাকি থাকায় এবং যশোরের দুই এমপির প্রার্থীতা চ্যালেঞ্জ হওয়ায় ২৯০টি আসনের গেজেট আজ বুধবার প্রকাশ হয়েছে।

গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে এমপিদের শপথ নেয়ার বিধান রয়েছে। তবে ২৪শে জানুয়ারির আগে নব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলে জাতীয় সংসদের এমপির সংখ্যা দাঁড়াবে ৬০০-তে। যা সাংবিধানিক জটিলতার সৃষ্টি করতে পারে। এ কারণে এমপিদের শপথ নেয়ার আগে নবম সংসদ ভেঙে দেয়া হতে পারে।

ইসি সূত্রে জানা গেছে, সংসদ সদস্যরা শপথ নেয়ার পর সরকার গঠন প্রতিক্রিয়ায় কোন সমস্যা হবে না। যে আটটি আসনে ১৬ জানুয়ারি নির্বাচন হবে তার গেজেট পরে প্রকাশিত হবে। এছাড়া যশোর-১ ও ২ আসনে শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলামের প্রার্থীতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশন নোটিস দেয়ায় ওই দুই আসনের ফলাফলের গেজেট প্রকাশ হচ্ছে না। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।