আমাদের কথা খুঁজে নিন

   

টিভিতে উন্নত ওএস আনছে এলজি

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্মার্ট টিভিতে এলজির এ বিশেষ সংযোজনের ফলে এখন বেশ সহজেই মেনু ‘ন্যাভিগেট’ করা যাবে এবং কন্টেন্ট খুঁজে পাওয়া যাবে।
নতুন এ অপারেটিং সিস্টেমভিত্তিক মেনু সিস্টেমে ইউজার ইন্টারফেসে প্রতিটি ফিচার স্লাইডের মাধ্যমে দেখা যাবে। ফলে সহজেই ব্যবহারকারীরা কাঙ্ক্ষিত অপশনটি খুঁজে বের করতে পারবেন। এলজি তাদের স্মার্ট টিভিতে যে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করেছে তা আসলে পাম স্মার্টফোনের জন্য তৈরি করা হয়েছিল।
২০১৩ সালে এলজি অপারেটিং সিস্টেমটি এইচপির কাছ থেকে কিনে নিয়ে এ বছর তাদের স্মার্ট টিভিতে ব্যবহার করেছে।

এলজি জানিয়েছে, এ বছর তাদের নির্মিত ৭০ শতাংশ স্মার্ট টিভিতে ওয়েবওএস ব্যবহার করা হবে।
এর ইউজার ইন্টারফেসের মূল আকর্ষণ হচ্ছে লঞ্চার। টিভির নিচের অংশে থাকা লঞ্চার মূলত স্ক্রল করা যাবে এমন একটি মেনু। এর মাধ্যমে বিভিন্ন কন্টেন্টে যাওয়া সম্ভব হবে। এছাড়াও অপর একটি মেনুবার টুডের মাধ্যমে স্ক্রিনটি দুভাগে ভাগ করা যাবে।

এর ফলে একটি অংশে দর্শক যা দেখতে চান সে অনুষ্ঠানগুলো দেখা যাবে, অপর অংশে দর্শক পছন্দ করতে পারেন এমন বিভিন্ন কন্টেন্ট প্রদর্শিত হবে। এলজি জানিয়েছে, কোনো হোম স্ক্রিনের সাহায্য ছাড়াই গ্রাহকরা যাতে একইসঙ্গে অনুষ্ঠান দেখতে, নেট ব্রাউজ করতে বা গেইম খেলতে পারেন সে জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।