আমাদের কথা খুঁজে নিন

   

স্পিন স্বর্গে পেসারদের রাজত্ব

দুবাইয়ে পাকিস্তানকে দাঁড়াতেই দেয়নি শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬৫ রানেই অলআউট পাকিস্তান। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে এক উইকেট হারিয়ে করেছে ৫৭ রান। ১০৮ রানে পিছিয়ে ম্যাথুসের দল। কিন্তু তাদের হাতে রয়েছে নয় উইকেট।

কাল লঙ্কান পেসারদের দাপুটে বোলিংয়ে নাস্তানাবুদ হয়েছে মিসবাহর দল। একমাত্র খুররম মানজুর ছাড়া কোনো পাকিস্তানি ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি। পাকিস্তানি এই ওপেনার ১৩৬ বলে করেছেন ৭৩ রান। এছাড়া মোহাম্মদ হাফিজ, ইউনুস খান ও বিলাওয়াল ভাট্টি ছাড়া বাকিরা কেউ দুই অঙ্কের কোটাতে পৌঁছাতে পারেনি।

মজার ব্যাপার হচ্ছে, দুবাইয়ের স্পিন স্বর্গে কাল রাজত্ব করেছেন লঙ্কান পেসাররা।

তিন পেসার লাকমল, ইরাঙ্গা ও প্রদীপ পাকিস্তানের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। যদিও স্পিনার রঙ্গনা হেরাথ পেয়েছেন তিন উইকেট, তবে আসল কাজটা করেছে পেসাররাই। প্রদীপ ৬২ রানে নিয়েছেন তিন উইকেট। আর লাকমল ও ইরাঙ্গা নিয়েছেন দুটি করে উইকেট।

তবে কাল পাকিস্তানের শুরুটা কিন্তু খারাপ ছিল না।

দুই উইকেটে ১০৭ রান থেকে ১৬৫ রানেই অলআউট। শেষের ৫৮ রান করতে আটটি উইকেট হারিয়েছে পাকিস্তান। ইরাঙ্গার বল খেলতেই পাচ্ছিল না ব্যাটসম্যানরা। লাকমলের বলও দিশেহারা করেছিল পাকিস্তানিদের। অন্য দুই বোলার প্রদীপ ও হেরাথও ছিলেন অগি্নমূর্তি।

বোলারদের দুর্দান্ত বোলিংয়ে দুবাই টেস্টের প্রথম দিনটি নিজের করে নিয়েছে শ্রীলঙ্কা।

ব্যাটসম্যানদের পর প্রথম দিনে ব্যর্থ পাকিস্তানের বোলাররাও। শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেনি তারা। যদিও করুনারত্নকে ৩২ রানে ফিরিয়ে দিয়েছেন জুনায়েদ খান। কিন্তু দিনের বাকি সময়টা স্বাচ্ছন্দ্যের সঙ্গে খেলেই পার করে দিয়েছেন দুই লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও কুশল সিলভা।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.