আমাদের কথা খুঁজে নিন

   

অস্ট্রেলিয়ার স্পিন কোচ ওয়ার্ন

আগামী টি-২০ বিশ্বকাপে সাফল্য পেতে কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। তবে সাবেক এই অসি স্পিনার বাংলাদেশে অনুষ্ঠেয় বিশ্বকাপে দলের প্রধান কোচ ড্যারেন লেহম্যানের সঙ্গে পরামর্শক হিসেবে কাজ করবেন বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। অস্ট্রেলিয়া ওয়ানডে ও টেস্টে আধিপত্য বিস্তার করলেও এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে দাপট দেখাতে পারেনি। তাছাড়া এবারের বিশ্বকাপের খেলা যেহেতু উপমহাদেশের মাটিতে, এবার স্পিননির্ভর উইকেটের কথা চিন্তা করেই নিয়োগ দেওয়া হয়েছে শেন ওয়ার্নকে। কিংবদন্তি এই সাবেক স্পিনারের অন্তর্ভুক্তিতে দারুণ খুশি কোচ লেহম্যান।

তিনি বলেছেন, 'আমরা বিশ্বাস করি ওয়ার্নের অন্তর্ভুক্তিতে জাতীয় দল আরও বেশি উপকৃত হবে। বিশেষ করে তার অভিজ্ঞতা দলের স্পিনারদের কাজে আসবে। ওয়ার্নারের উপস্থিতি দলের স্পিনারদের মানসিকভাবেই অনেকটা এগিয়ে রাখবে। স্পিনারদের উজ্জীবিত করতে আমরা ওয়ার্নারের চেয়ে আর ভালো কাউকে পেতাম না। তার প্রতিভার কথা তো আর কারোর অজানা নেই।

এটা আসলে অস্ট্রেলিয়া দলের জন্য বড় আনন্দের খবর। '

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.