আমাদের কথা খুঁজে নিন

   

সপ্তাহের শুরুতেই মন্ত্রিসভার শপথ

আর এর মধ্য দিয়ে টানা দ্বিতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ, তিনি নিজে তৃতীয়বারের মতো হচ্ছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে এক সংবাদ সম্মেলনে মোশাররাফ হোসাইন লেন, “আর্লি নেক্সট উইক নতুন মন্ত্রিসভার শপথ হতে পারে।”

বাংলাদেশে রোববার সপ্তাহ শুরু হয় বলেও তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার।

“এখন পর্যন্ত আগের কেবিনেট আছে। নতুন কেবিনেট শপথ নিলে তখন থেকে তা কার্যকর হয়ে যাবে।”

বিএনপি ও তাদের শরিকদের বর্জনের মধ্যেই গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনেরভোট হয়, যাতে ২৯২টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ।

নতুন সাংসদরা বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে থেকে শপথও নিয়েছেন।

(বিস্তারিত আসছে)


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।