আমাদের কথা খুঁজে নিন

   

খন্দকার মাহবুবের রিমান্ড স্থগিত

বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির পর বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ সাত দিনের জন্য এই স্থগিতাদেশ দেয়

একইসঙ্গে মাহবুবকে হেফাজতে নেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে- তাও জানতে চেয়ে একটি রুলও দিয়েছে আদালত।

খন্দকার মাহবুবের পক্ষে আদালতে শুনানি করেন গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল ও গোলাম কিবরিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামনুর রশীদ।

গত মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুবকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে রমনা পুলিশের উপকমিশনারের কার্যালয়ে বোমা ছোড়ার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

খন্দকার মাহবুবের আইনজীবীরা সেদিন তার পেশাগত পরিচয় তুলে ধরে জামিনের আবেদন করলেও আদালত তাতে সাড়া দেয়নি। 

পুলিশের অভিযোগ, বিভিন্ন আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে নাশকতায় উস্কানি দিয়েছেন এই বিএনপি নেতা।

বিরোধী দলবিহীন ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন প্রতিহত করার ঘোষণা ছিল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের। ওই লক্ষ্যেই পুলিশ উপকমিশনারের কার্যালয়ে বোমা ছোড়া হয় বলে পুলিশের অভিযোগ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.