আমাদের কথা খুঁজে নিন

   

ক্যামেরাবন্দি চোখধাঁ‍ধানো সুপারনোভা

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সুপারনোভার ‘আকর্ষণীয়’ এ ছবিগুলো তোলা হয়েছে আলমা টেলিস্কোপের মাধ্যমে।
এ ছবিগুলোর মাধ্যমেই প্রথমবারের মতো জ্যোতির্বিজ্ঞানীরা ছায়াপথ জন্মমুহূর্তে ধূলিকণার সৃষ্টি দেখলেন।
সুপারনোভার এ ছবিগুলো আমেরিকান অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটির ২২৩তম মিটিংয়ে দেখানো হয়েছে এবং এগুলো অ্যাস্ট্রফিসিকাল জার্নাল লেটার্সে প্রকাশিত হবে।
• সুপারনোভার ছবিগুলোর প্রসঙ্গে ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রনমি অবসারভেটরির জ্যোতির্বিজ্ঞানী রেমি ইন্ডেবেটো জানিয়েছেন, সুপারনোভার পরে সেখানে প্রচুর ধূলিকণা ছিল এবং তারা বুঝতে পারছিলেন না ধূলিকণাগুলো কোথা থেকে আসছে। সে জন্য তারা সর্বাধুনিক প্রযুক্তির আলমা টেলিস্কোপ ব্যবহার করেন এবং বুঝার চেষ্টা করেন মহাবিশ্বের শুরুতে ধূলিকণাগুলো ঠিক কেমন ছিল। তবে পরিপূর্ণ সুপারনোভা ছবির জন্য আলমা টেলিস্কোপের মাধ্যমে সংগৃহিত ডেটাগুলো নাসার হাবল এবং চন্দ্রা টেলিস্কোপের সঙ্গে মেলানো হয়েছে এমনটাই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।