আমাদের কথা খুঁজে নিন

   

জোটের রণনীতি সাজাতে রাহুল-লালু বৈঠক

লোকসভা ভোটের আগে জোটের ইঙ্গিত আরও স্পষ্ট করে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে এসে রাহুলের সঙ্গে বৈঠকে বসেন পশুখাদ্য কেলেঙ্কারিতে জামিন পাওয়া লালু।

বৈঠক শেষে লালুপ্রসাদ যাদব বলেন, সাম্প্রদায়িক শক্তি রোধে রাহুলের সঙ্গে আলোচনা হয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, ব্যক্তিগতভাবে লালুর দলের সঙ্গে জোটে যেতে আপত্তি থাকলেও, বিহারের ভোট ব্যাংকে থাবা বসাতে আরজেডির সঙ্গে জোটে রাজি হয়েছেন রাহুল গান্ধী। অন্তত এদিনের বৈঠক সেটাই প্রমাণ করে।

এদিকে, ধারণা করা হচ্ছে, লালুপ্রসাদের সঙ্গে জোট করলে কংগ্রেসের দুর্নীতিবিরোধী অ্যাজেন্ডার পোস্টার বয় হয়ে ওঠা রাহুল গান্ধীর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে। মূলত রাহুলের বিরোধিতার কারণেই দাগী অপরাধীদের বাঁচাতে অধ্যাদেশ প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল কেন্দ্র। এর ফলে সাংসদ পদ হারান লালু। ভবিষ্যতে নির্বাচনেও লড়তে পারবেন না তিনি।

যদিও জেল থেকে মুক্তি পাওয়ার পর রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন আরজেডি প্রধান।

কংগ্রেসের সঙ্গে জোটের ইঙ্গিতও দেন তিনি। সেই ইঙ্গিতের বাস্তবায়ন নিয়েই এদিন আলোচনা হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.