আমাদের কথা খুঁজে নিন

   

অপহরণের চার দিন পর মিলল জেরিনের লাশ

কুমিল্লায় অপহরণের চার দিন পর অপহৃত শিশু জেরিনের (৬) মৃতদেহ নগরীর নূরপুর এলাকার তাদের বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুবেল নামের একজনকে আটক করেছে পুলিশ। নিহত জেরিন (৬) কুমিল্লা নগরীর নূরপুর এলাকার প্রবাসী জাহাঙ্গীর আলমের মেয়ে। আটক রুবেল (১৬) একই এলাকার নূরপুরের রমিজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি জেরিনকে অপহরণ করে দুর্বৃত্তরা।

৮ জানুয়ারি বুধবার রাতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রুবেলকে কুমিল্লার চান্দিনা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ আটক করে। রুবেলের তথ্য মতে, পুলিশ গতকাল ভোরে জেরিনের বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহটি বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে। নিহতের পরিবার জানায়, গত ৪ জানুয়ারি বিকালে জেরিনকে বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়। ওই রাতে অপহরণকারীরা জেরিনের পরিবারের কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এদিকে জেরিন নিখোঁজের পরের দিন ৫ জানুয়ারি নিখোঁজ ভাগি্নকে খুঁজে বাড়িতে ফেরার পথে নগরীর হাউজিং নূরপুর এলাকায় দুর্বৃত্তরা জেরিনের মামা এসএসসি পরীক্ষার্থী দিদারুল আলম ইমতিয়াজকে (১৫) পিটিয়ে গুরুতর আহত করে।

পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত দিদারুল আলম ইমতিয়াজ নগরীর নূরপুর এলাকার কাজীবাড়ির জহিরুল আলমের ছেলে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ জানান, জেরিনের অভিভাবকরা থানায় জানালে তদন্ত করে রুবেলকে আটক করা হয়। পরে তার জবানবন্দি অনুসারে জেরিনের লাশ উদ্ধার করা হয়।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.