আমাদের কথা খুঁজে নিন

   

অপহরণের ৭ দিন পর শিশু উদ্ধার, আটক ১

রাজধানী ঢাকার মালিবাগ থেকে আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের অপহৃত ১ বছর বয়সী শিশু কন্যা জান্নাতুল ফেরদৌসকে অপহরণের এক সপ্তাহ পর উদ্ধার করেছে মেহেরপুর গোয়েন্দা পুলিশ। এ সময় অপহরণকারী মেহেরপুর মোনহরপুর গ্রামের আসর আলীর ছেলে রায়হানকেও আটক করেছে ডিবি পুলিশের অভিযানিক দলটি।

আজ বুধবার বিকালে মেহেরপুর ডিবি পুলিশের ওসি বাবুল আক্তারের নেতৃত্বে একটি টিম মেহেরপুর শহরে থেকে অপহরণকারী রায়হানকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার মনহরপুর গ্রামে অভিযান চালিয়ে অপহৃত শিশু কন্যা জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে।

মেহেরপুর ডিবি পুলিশের ওসি বাবুল আক্তার জানান, গত ২ জানুয়ারি আদম ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের রাজধানীর মালিবাগস্থ বাসা থেকে কৌশলে তার শিশু কন্যা জান্নাতুল ফেরদৌসকে অপহরণ করে মেহেরপুরে নিয়ে আসে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম মালিবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ মোবাইল ট্রাকিং-এর মাধ্যমে অপহরণকারী রায়হানের অবস্থান নিশ্চিত করে মেহেরপুর গোয়েন্দা পুলিশকে বিষয়টি অবহিত করে ।

মেহেরপুর গোয়েন্দা পুলিশের ওসি বাবুল আক্তারের নেতৃত্বে আজ বিকালে মেহেরপুর শহরে অভিযান চালিয়ে রায়হানকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মনহরপুর গ্রামের আসর আলীর বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।    


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.