আমাদের কথা খুঁজে নিন

   

সিম্ফনি explorer W66 হাতে নাতে ধরা রিভিউ

আমি গত পরশু সিম্ফনি explorer W66 ফোনটি কিনেছি। w68 আর w66 এর মধ্যে কোনটি কিনবো তা নিয়ে প্রথমে বিভ্রান্তিতে পড়লেও পরে ৬৬ টাই কেনার সিদ্ধান্ত নিলাম।
ফোনগুলোর মধ্যে পার্থক্য দেখুন,
প্রথমত, ৬৮ এর ক্যামেরা ৫ মেগাপিক্সেল কিন্তু ৬৬ এরটি ২ মেগা,
দ্বিতীয়ত, ৬৬ এ ৫ আঙ্গুল স্পর্শকাতর কিন্তু ৬৮ টি ৩ আঙ্গুল বা ২ আঙ্গুল স্পর্শকাতর
তৃতীয়ত, ৬৮ এর প্রসেসর ১.২ গিগাহারটজ আর ৬৬ এ  ১.৩ গিগাহারটজ , দুটোই ডুয়াল কোর (৬৬ এরটি মিডিয়াটেক এর ৬৮ জানিনা)
৬৮ এর সামনে একটি রঙ্গিন ফ্রেম থাকায় আর ফোনটি চারকোনা হয়ায় আমার এর ডিজাইন পছন্দ হয় নি।
৬৬ টির ডিজাইনটি অনেকটা নেক্সাস ৪ এর মত কোনাগুলো গোলাকার তাই এটি আমার পছন্দ হয়েছে।
আমি প্রধানত ৫ আঙ্গুল স্পরশকাতরতার জন্য ই ও ৬৬ টি নিয়েছি ।

কারন এফ পি এস গেম খেলতে স্মুথ টাচ খুব জরুরি।
আমি পূর্বে ২৫ ও ২০ ব্যাবহার করেছি।
ফোনটির স্পেসিফিকেশনঃ
________________________________________________________________________________________________________
________________________________________________________________________________________________________
System (Android 4.2.2)
Display (800x480)
Processor (ARMv7)
Memory (469 MB)
Back Camera (1.9 megapixel)
Front Camera (0.3 megapixel)
OpenGL 1.1 (Mali-400 MP)
General
Limits
Compressed Texture Formats
Extensions
OpenGL 2.0 (Mali-400 MP)
General
Limits
Vertex Numeric Precision
Fragment Numeric Precision
Compressed Texture Formats
Extensions
Graphic Modes (RGBA 32bit)
Sensors (2)
KXTJ2-1009 3-axis Accelerometer
PROXIMITY
Codecs (34)
OMX.MTK.AUDIO.DECODER.MP3
Media type: audio/mpeg
OMX.MTK.AUDIO.DECODER.AMR.NB
Media type: audio/3gpp
OMX.MTK.AUDIO.DECODER.AMR.WB
Media type: audio/amr-wb
OMX.MTK.AUDIO.DECODER.ADPCM
Media type: audio/x-adpcm-ms
OMX.MTK.AUDIO.DECODER.ADPCM
Media type: audio/x-adpcm-dvi-ima
OMX.MTK.AUDIO.DECODER.RAW
Media type: audio/raw
OMX.MTK.AUDIO.DECODER.AAC
Media type: audio/mp4a-latm
OMX.MTK.AUDIO.DECODER.G711
Media type: audio/g711-alaw
OMX.MTK.AUDIO.DECODER.G711
Media type: audio/g711-mlaw
OMX.MTK.AUDIO.DECODER.VORBIS
Media type: audio/vorbis
OMX.MTK.AUDIO.DECODER.FLAC
Media type: audio/flac
OMX.MTK.AUDIO.DECODER.APE
Media type: audio/ape
OMX.MTK.VIDEO.DECODER.MPEG4
Media type: video/mp4v-es
OMX.MTK.VIDEO.DECODER.H263
Media type: video/3gpp
OMX.MTK.VIDEO.DECODER.AVC
Media type: video/avc
OMX.MTK.VIDEO.DECODER.VPX
Media type: video/x-vnd.on2.vp8
OMX.MTK.VIDEO.DECODER.VC1
Media type: video/x-ms-wmv
OMX.MTK.VIDEO.DECODER.DIVX
Media type: video/divx
OMX.MTK.VIDEO.DECODER.DIVX3
Media type: video/divx3
OMX.MTK.VIDEO.DECODER.XVID
Media type: video/xvid
OMX.google.aac.decoder
Media type: audio/mp4a-latm
OMX.MTK.VIDEO.DECODER.MJPEG
Media type: video/x-motion-jpeg
OMX.MTK.VIDEO.ENCODER.MPEG4
Media type: video/mp4v-es
OMX.MTK.VIDEO.ENCODER.H263
Media type: video/3gpp
OMX.MTK.VIDEO.ENCODER.AVC
Media type: video/avc
OMX.MTK.AUDIO.ENCODER.AMR
Media type: audio/3gpp
OMX.MTK.AUDIO.ENCODER.AWB
Media type: audio/amr-wb
OMX.MTK.AUDIO.ENCODER.AAC
Media type: audio/mp4a-latm
OMX.MTK.AUDIO.ENCODER.VORBIS
Media type: audio/vorbis
OMX.MTK.AUDIO.ENCODER.ADPCM
Media type: audio/x-adpcm-ms
OMX.MTK.AUDIO.ENCODER.ADPCM
Media type: audio/x-adpcm-dvi-ima
OMX.google.flac.encoder
Media type: audio/flac
AACEncoder
Media type: audio/mp4a-latm
OMX.google.raw.decoder
Media type: audio/raw
Features (26)
Graphics
Android Hardware
Android Software
Google
Created with Hardware Info 3.0.0
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________




http://www.arm.com/products/multimedia/mali-graphics-hardware/mali-400-mp.php
ডিসপ্লেঃ 

বাহ্যিক কাঠামো ঃ

UI:

পারফরমেন্সঃ সব লেটেস্ট গেম খেলা যায়। সেটটির ইউ আই  ত্রান্সিসিওন  (UI transition) অসাধারন রকম স্মুথ (smooth)। সেন্সর গুল ফাস্ট, জি পি এস ওয়াই ফাই ব্লুটুথ দ্রুত গতিতে অন অফ হয়।

ওয়াই ফাই এ চালু মাত্র সব নেটওয়ারক বিদ্যুৎ গতিতে পেয়ে যায়। ডুয়াল কোর আর জেল্লি বিনের বাটার স্মুথ (*search google for butter smooth project) প্রোজেক্ট এর কারনে এটির স্বাদই আলাদা।

ডিস্প্লেঃ
 ফোনটির রেজুলেসান অত্তান্ত ভাল। (ওয়াল্টন এন এক্স এর কাছা কাছি), ৪৮০ x ৮০০ রেসুলেসান কম মনে হলেও ডিসপ্লে ছোট হয়ায় তা বেশী হাই দেখায়। যেমন ধরুন w এক্স হচ্ছে ৫' ডিসপ্লে কিন্তু তাতে রেসুলেসান ৪৮০ক্স৮০০ , সেটটিতে ছবি ৬৬ এর থেকে খারাপ দেখাবে কারন রেজুলেসান এক কিন্তু ৪' ডিসপ্লে তে সেটি ৫' এর চেয়ে বেসি ঘন।


বাহ্যিক কাঠামো ঃ  সিম্ফনি তাদের বড় সমস্যা 'ফোন এর ফিনিশিং' শুধরানো শুরু করেছে। আমারটি তে আমি ভেতরে এবং বাহিরে ভাল ফিনিস ও মসৃণ কোনা (smoothed corner) পেয়েছি কোন প্রকার ফিনিশিং সমস্যা পাই নি। শুধু মাত্র টাচ বাটন এ কয়েক ফোটা ছোট কালো দাগ আছে, খুব কাছ থেকে ছাড়া দেখা জায় না। ফোনের কভার খুলতে একটু কষ্ট হয় কারন অনেক টাইট করে ফিটিং করা হয়েছে।
রমঃ সিম্ফনি আর ওয়াল্টন এর বড় একটি সমস্যা হল তারা অত্তান্ত ফালতু আর অপ্রয়জনিও অ্যাপ (bloatware)  যুক্ত রম দেয়।

আমার লাস্ট  ডাব্লিউ ২০ র রম তা ভয়ানক রকম ফালতু ছিল, দেখলে ঘিন্না করত। এসব সেট এর কাস্টম রম তেমন একটা পাওয়া যায় না। আর গেলেও সেগুলো আর ফালতু হয়। ফলে মিসসিং লাইব্রেরি আর কারনেল রিস্ত্রিক্সোন (missing library and karnel restrictions) এর কারনে অনেক কিছু ই চালানো জায়  না।
 কিন্তু, আমি এই ফোনের রম এ মুগ্ধ।

সিম্পফনিকে ধন্যবাদ , নেক্সাস এর মত (একদম কাছাকাছি) স্টক গুগল রম দেওয়ায়। এমন ভাল রম আমি এই প্রথম কোন বাংলাদেশি ফোনে দেখেছি। এমনকি অপ্রয়জনিয় অ্যাপ গুলো ও তারা স্টোরেজ এ দিয়েছে যে কারনে সেগুলো রিমুভ করা যাবে রুট করা ছাড়াই! আর রমটি এত এফিসিএন্ট (efficient) যে বলাই বাহুলো, একদম ই কম চার্জ খায়।

স্টোরেজঃ ইন্টারনাল ১.২৭ গি বি আর ইন্টারনাল এস ডি ১.২৭ গি বি।  আপনি রুট করা ছাড়াই আপনার এক্সটারাল এসডি থেকে গেম খেলতে পারবেন যা বেসিরভাইগ অ্যান্ড্রোএড ৪+ সিস্টেমে ই করা জায় না।

ফোল্ডার মাউন্ট ব্যাবহার করা লাগে।
প্রসেসর  ঃ  প্রসেসর মিডিয়াটেক ৬৫৭২ (mediatek 6572) সিরিজের। এটি এ আর এম ভি ৭ আই (Arm V7I) আরকিটেকচার এ তৈরি  করটেক্স এ ৭ (cortex a7) এর। কর্টেক্স ৭ হচ্ছে এ আর এম (arm)  এর সবচেয়ে এনার্জি এফিসিয়েন্ট প্রসেসর।  তাদের link:
http://www.arm.com/products/processors/cortex-a/index.php
http://www.arm.com/products/processors/cortex-a/cortex-a7.php
গ্রাফিক্স প্রসেসরঃ মালি ৪০০, সব ধরনের লেটেস্ট গেম ই এটি খেলতে সক্ষম।


--------সবচেয়ে ভালো লাগা ফিচার, এই ফো নে একটা বিল্ট ইন ফিচার আছে 'USB Internet' এর মাদ্ধমে আপনি যে কোন জানালা পিসির নেট আপনার ফোনে ব্যাবহার করতে পারবেন, আর অ্যাপ ডাউনলোড করতে টাকা খরচ করা লাগবে না।  
উপরের লেখা গুল আমার নিজের মতামত, বাস্তবতা আপনার কাছে অন্য রকম ও হতে পারে।  
আমি মাহফুজুর রহমান শাওন, বি বি এ পড়ি ইউনাইটে ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি তে,
আমি ফেসবুকেঃ https://www.facebook.com/shaon121

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৬৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.