আমাদের কথা খুঁজে নিন

   

একটি অকবিতা - সিম্ফনি

মুক্তিরমন্দির সোপানও তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে।

মিউজিকের প্রচন্ড শব্দ মস্তিস্কের প্রতিটি নিউরনে যেন বিস্ফোরণ ঘটায়
এতটাই তীব্র শব্দ যেন নিজের ভাবনাগুলো শুনতে না পাই।
বিবেক মূক বধির হোক
ভালবাসার চোখ অন্ধ হোক
দ্রুতলয়ের ঝংকারে ভেসে যাক সব কষ্ট, কান্না
অশ্রু নদীতে ভাসাই একটি আনন্দযান।
উদ্দাম নৃত্যে পাগল হই
অস্তিত্বে পড়ে না কোন টান;
ধূসর মরুভূমিতে নিঃসঙ্গতার কোন পদচিহ্ন নেই আর
প্রেমের গরল বিষে আকন্ঠ নীল হয়ে গেছি।
কালসিটে পড়ে গেছে পাঁজরের সবগুলো হাড়ে
নেচে যাই উন্মাদনায় প্রলয়ের নৃত্য,
ঘুণে ধরা ভঙ্গুর হাড়ে ঘৃণার দীর্ঘশ্বাস।
তবুও নিউরন বিস্ফোরিত হয় কেন ব্যর্থ প্রেমের
নষ্ট সিম্ফনিতে?
ভালবাসার কবরে নেচে যাই আমি আর আমি
আর আমরা দুজন।
পাখি তুমি কই?????
ভালবাসো না আর আজ আমায়?
শব্দ চাই শব্দ চাই
নিথর মৃত মরুভূমিতে ঝড় উঠুক
বাতাস ভরে যাক অর্থহীন সুরে
বন্য উন্মাদনায় নেচে যাই আজ
শুধু তোমায় ভুলব বলে...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.