আমাদের কথা খুঁজে নিন

   

আলীকদম থানায় একটি ডাইয়েরী



বরাবর,
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা
আলীকদম থানা
বান্দরবান পার্বত্য জেলা।

বিষয় ঃ সাধারণ ডায়েরী।

বাদি ঃ উচ্চত মনি তঞ্চঙ্গ্যাঁ পিতা ঃ মৃত ভারত মোহন তঞ্চঙ্গ্যাঁ। ০১ নং ওয়ার্ড, আলীকদম ইউনিয়ন, বান্দরবান পার্বত্য জেলা।

বিবাদি ঃ ১) মোজাম্মেল হক, পিতা Ñ দানু সর্দার, সাং Ñ দানু সর্দার পাড়া, ০১ নং ওয়ার্ড,
২) আব্দুল মতিন মেম্বার, পিতা- মৃত ইউনুছ মিয়া, সাং ইউনুছ মেম্বার পাড়া,
৩) মোঃ রিটন (ভাইস চেয়ারম্যান), পিতা- মৃত তোয়াক্কেল হোসেন, সাং- আলীকদম বাজারপাড়া,
৪) হাজী আবুল কালাম, পিতা- মৃত আব্দুল জলিল, সাং- উত্তর পালং পাড়া,
৫) জতিন মালা তঞ্চঙ্গ্যাঁ, স্বামী- মৃত ভারত চান তঞ্চঙ্গ্যাঁ, সাং- ভারত মোহন পাড়া,
৬) সঞ্জিব তঞ্চঙ্গ্যা, পিতা- মৃত ভারত চান তঞ্চঙ্গ্যা, সাং- ভারত মোহন পাড়া,
৭) জগদীশ তঞ্চঙ্গ্যা, পিতা- মৃত ভারত চান তঞ্চঙ্গ্যা, সাং ভারত মোহন পাড়া,
৮) জয়মনি তঞ্চঙ্গ্যা, পিতা- মৃত সাতাউ তঞ্চঙ্গ্যা, সাং- ভারত মোহন পাড়া,
৯) লক্ষীন্দ্র তঞ্চঙ্গ্যা, পিতা- মৃত তবল চন্দ্র তঞ্চঙ্গ্যা, সাং- ভারত মোহন পাড়া,
১০) উনু মং তঞ্চঙ্গ্যা, পিতা- মৃত তবল চন্দ্র তঞ্চঙ্গ্যা, সাং- ভারত মোহন পাড়া,
১১) রবিদয় তঞ্চঙ্গ্যা প্রু, পিতা- মৃত সূর্যমনী তঞ্চঙ্গ্যা, সাং- রোয়াম্ভু (বুলু কারবারী পাড়া),
সর্ব উপজেলা- আলীকদম, জেলা বান্দরবান পার্বত্য জেলা।


জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, বাদী উল্লেখিত ঠিকানার স্থায়ী বাসিন্দা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল শান্তি প্রিয় ব্যাক্তি হই। অধীনে অতীব আতঙ্কগ্রস্থ ও নিরুপায় হয়ে অত্র থানায় সশরীরে হাজির হয়ে সাধারন ডায়েরীর আবেদন করছি যে, উপরোক্ত ১নং বিবাদী একজন ভিলেজ পলিটিশিয়ান, আড়াল থেকে বিভিন্ন জনকে মামলা মোকর্দ্দমায় জড়িয়ে আর্থিক ক্ষতি সাধন ও তাদের সম্পত্তি করায়ত্ব করা যার পেশা ও নেশা হয়ে দাঁড়িয়েছে। যার উজ্জল দৃষ্টান্ত তিনি আমার মৃত পিতার ৪.০০ একর প্রথম শ্রেণীর জমি এবং আমাদের দুই ভাইয়ের নামে বন্দবস্তিস্থিত জমি থেকে ১.০০ একর ৩য় শ্রেণীর জমি নয় ছয় দরে দখল নিয়েছেন। তিনি বর্তমানে আমার যে স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে তা করায়ত্ব করার জন্য নানা পায়তারা করতঃ ১১নং বিবাদী রবিদয় তঞ্চঙ্গ্যা প্রুকে লেলিয়ে দিয়ে বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা রজু করে আর্থিক ক্ষতি স্বাধন করে চলেছেন। ২নং বিবাদী আব্দুল মতিন মেম্বার শুধু ইউনিয়ন পরিষদের সদস্য নন।

চাল ও গমের ডিলার হিসেবে ব্যবসা করে “টাকার কুমির” হয়েছেন। ৩নং বিবাদী মোঃ রিটন ও আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। ২ ও ৩ নং বিবাদী উভয়ে ভিজিডি, কাবিখা, শান্তকরণ, আপদকালীন, এডিপিসহ অত্র এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সংশ্লিষ্ট। বাদী একজন মিডিয়া কর্মী হবার কারণে তাঁদের মনে “চোরের মনে পুলিশ পুলিশ ভাব” সদা পরিলক্ষিত হচ্ছে এবং নান পায়তারা করতঃ ১১নং বিবাদী রবিদয় তঞ্চঙ্গ্যা প্রুকে লেলিয়ে দিয়ে বাদীর বিরুদ্ধে পর পর দুটি মিথ্যা মামলা রজু করে আর্থিক ক্ষতি স্বাধন সহ বাদীর সহায় সম্পত্তি করায়ত্ব করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ৪নং বিবাদী হাজ্বী আবুল কালাম মূলতঃ মায়ানমার থেকে আগত রোহীঙ্গা শরণার্থী।

ইতিপূর্বে তিনি অত্র এলাকায় বিভিন্ন ডাকাতি মামলার আসামী, বাদীর বন্দোবস্তীকৃত জায়গা জমি প্রতি তার রয়েছে প্রচন্ড লোভ। ৮নং বিবাদী জয়মনি তঞ্চঙ্গ্যা জোর পূর্বক দখলীয় পানের বরস ক্রয় করে তিনি ভুমি দখলের নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ১,২,৩ ও ৪ নং বিবাদীর পৃষ্ঠপোষকতায় ৫নং বিবাদী জতিন মালা তঞ্চঙ্গ্যা, ৬নং বিবাদী সঞ্জীব তঞ্চঙ্গ্যা, ৭নং বিবাদী জগদীশ তঞ্চঙ্গ্যা, ৮নং বিবাদী জয় মনি তঞ্চঙ্গ্যা, ৯নং বিবাদী লক্ষীন্দ্র তঞ্চঙ্গ্যা ও ১০ নং বিবাদী উনুমং তঞ্চঙ্গ্যা আমাদের নামে ২৮৮ নং আলীকদম মৌজায় ২৯৫ নং হোল্ডিং এ বন্দোবস্তিস্থিত জায়গা জোর পূর্বক দখল করতঃ বাড়ি ঘর নির্মান করেছেন। বিষয়টি বান্দরবান বোমাং সার্কেলের মাননীয় বোমাং রাজা বাহাদুর ও তার প্রতিনিধি বাবু অরুণ দাশ অবগত রয়েছেন এবং তিনি সরেজমীনে অবৈধ দখলীয় জায়গা পরিদর্শন করেছেন। ১১ নং বিবাদী রবিদয় তঞ্চঙ্গ্যা প্রু ১নং হতে ১০ নং বিবাদীদের লেলিয়ে দেয়া ভাড়াটে গুন্ডা, যে নাকি বাদীর মান হানী করেও মান হানী মামলা এবং নিজেই ভিতি প্রদর্শন করেই বাদী হুমকি ধমকি প্রদর্শন করছেন বলে মিথ্যা মামলায় জড়িয়ে বারংবার বাদীর আর্থিক ক্ষতি স্বাধন করে চলেছেন।

বর্তমানে উল্লেখিত বিবাদীরা বাদীকে ও বাদীর পরিবার পরিজনকে ত্রাস সৃষ্টি করে চলেছেন। বাদীর সহায় সম্পত্তির লোভে উল্লেতি বিবাদীরা যে কোন সময় বাদীকে কিংবা বাদীর পরিবার পরিজন কে প্রাণনাশ কিংবা জখম করার আশংকা করছি বিধায় অতীব ভীত শংকিত এবং নিরুপায় হয়ে মহহোদয়ের শরনাপন্ন হলাম। এমতাবস্থায় বাদীর উল্লেখিত বিবরণী সরেজমীনে তদন্ত করতঃ আইনানুগ ব্যবস্থা ও সাধারণ ডায়েরী হিসেবে নথিভুক্ত করার আকুল আবেদন করছি।
অতএব, বিনীত প্রার্থনা, উল্লেখিত বিবরণাদী সরেজমীনে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা ও সাধারণ ডায়েরী হিসেবে নথিভুক্তকরতে মহোদয়ের বিহীত মর্জি হোক।

তারিখঃ- ০৯/০১/২০১৪ ইং।






বিনীত নিবেদক

(উচ্চতমণি তঞ্চঙ্গ্যা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।