আমাদের কথা খুঁজে নিন

   

গেমস জোন [পর্ব-১৮৭] :: WRC 4 (2013) + গেমস জোনের পিছনের গল্প!

আজকে একটু ভিন্ন ধরণের গেমস জোন এর এপিসোড করবো। গেমস জোন তৈরির পিছনের কাহিনীগুলোও তুলে ধরবো। যাতে অন্যান্য রিভিউ লেখকদের টিউনগুলো যাতে আরো ভালো হয়।
সিজন ১ (২০১১) এর লোগো
গেমস জোন একদম প্রথম প্রথম দিকে “আসুন গেমস খেলি” শিরোনামে প্রকাশিত হতো অন্য একটি ব্লগ পিসিহেল্পলাইনবিডিতে সেই ২০১০ সালে। ১০ কি ১২টা এপিসোড করে আমি টিউনারপেজ ব্লগে প্রবেশ করি এবং সেখান থেকেই মূলত “গেমস জোন” শিরোনামে টিউন করা শুরু করি ২০১১ সালে।

২০১২ সালের শুরু দিকে টিউনারপেজে গেমস জোনের এপিসোডের সংখ্যা ৮৮ কি ৯৩ হলে আমি টেকটিউনসে টিউন করা শুরু করি এবং ২০১২ সালের মাঝামাঝিতে আমার গেমস জোন চেইন টিউন এর সম্মান পায়। তখন থেকেই আমি টেকটিউনস এ নিয়মিত রয়েছি।
গেমস জোন মূলত উইকিপিডিয়ার স্টাইলে লেখা হয়। তবে সরাসরি উইকিপিডিয়ার সব তথ্যগুলো সরাসরি কপি করা হয় না। সিস্টেম রিকোয়ারমেন্টস game-debate.com সাইট হতে সরাসরি কপি করা হয়।

আর স্ক্রিণশট এর অভাব পড়লে moby-games.com সাইটের সাহায্য নেওয়া হয়। আর গেম-প্লে এবং কাহিনীচক্র সম্পূর্ণ নিজের মতো করে লিখি। তবে কাহিনীচক্র ভালো করে বুঝবার জন্য উক্ত গেমসের সাইটগুলো ভিজিট করতে হয়।
বর্তমানে এক একটি গেমস জোনের এপিসোড লিখতে এবং টিউন করতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে। খরচ হয় ৫০ থেকে ৬০ মেগাবাইট।


গেমসের রিভিউ এর ক্ষেত্রে উক্ত গেমটি তোমাকে অবশ্যই খেলতে হবে। না হলে রিভিউ পরিপূর্ণতা পাবে না। আর প্রিভিউ এর ক্ষেত্রে নেট থেকে পয়েন্ট নিতে হবে। অবশ্যই প্রিভিউ এর ক্ষেত্রে গেমটির অরিজিনাল সাইটে ঢুঁ মারতে হবে।
সিজন ২ (২০১২) এর লোগো
টিউনের শুরুতে হাই, হ্যালো কিংবা সালাম দিয়ে শুরু করতে হবে।

যদিও কোনো দিন সালাম দেই নি আমি!
এরপর গেমটি নাম এবং প্রকাশক, নির্মাতা এবং গেমটির মূল পয়েন্ট এর এক ঝলক দিয়ে ভূমিকাটি শেষ করতে হবে।
যেমন আজকের গেমস এর ভূমিকাঃ
ওর্য়াল্ড র‌্যালি চ্যাম্পিয়নশীপ ৪ অথবা সংক্ষেপে WRC 4 একটি র‌্যালি ভিক্তিক রেসিং গেম নির্মাণ করেছে মাইলস্টোন এবং প্রকাশ করেছে বিগবেন ইন্টারএকটিভ। দুঃখের কথা হলো, WRC এর বিগত ৪টি গেমসে তেমন কোনো বড় ধরণের পরিবর্তন লক্ষ্য করা যায় নি।
>>>>><<<<<<
ভূমিকার পর উইকিপিডিয়ার স্টাইলে নিচের তথ্যগুলো দিতে হবেঃ

নির্মাতাঃ
মাইলসস্টোন
প্রকাশকঃ
বিগবেগ ইন্টারএকটিভ
সিরিজঃ
WRC
মুক্তি পেয়েছেঃ
নভেম্বর, ২০১৩
খেলা যাবেঃ
মাইক্রোসফট উইন্ডোজে
ধরণঃ
র‌্যালি রেসিং
খেলার ধরণঃ
সিঙ্গেল প্লেয়ার
সিস্টেম রিকোয়ারমেন্টসঃ
কোর ২ ডুয়ো প্রসেসর,
৪ গিগাবাইট র‌্যাম,
জির্ফোস জিটিএস ২৫০ অথবা রাডিয়ন এইচডি গ্রাফিক্স কার্ড,
৬ গিগাবাইট ফ্রি হার্ডডিক্স স্পেস,
উইন্ডোজ সেভেন (৬৪বিট),
ডাইরেক্ট এক্স ১০
উপরের তথ্যগুলো লেখার পর গেম-প্লে কিংবা স্টোরিলাইন দিতে টিউনটি চালিয়ে যেতে হবে। অনেক গেমসে স্টোরিলাইন নেই।

যেমন বিভিন্ন রেসিং গেমসগুলোতে এবং আজকের গেমটিতেও স্টোরিলাইন বা কাহিনীচক্র নেই।
যেহেতু আজকের গেমটিতে কাহিনীচক্র নেই তাই গেমটির গেম-প্লে এবং অন্যান্য ফিচারগুলো নিচের মতো করে লিখে ফেলবে।
আর প্রিভিউ টিউনে সম্পূর্ণকাহিনী চক্র দিতে হবে। রিভিউয়ের ক্ষেত্রে কাহিনীচক্রকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যেন তোমার কাহিনীচক্র পড়ে মানুষ গেমটি খেলতে উৎসাহ পায়। এজন্য সম্পূর্ণ কাহিনী লেখবার প্রয়োজন নেই।


সিজন ৩ (২০১৩) এর লোগো
>>>>>>>>>>>>>>>>
র‌্যালি রেসিং! আমার অনেক পছন্দের একটি গেমের ধরণ। বালুময় এবং কাদাময় রাস্তা দিতে গাড়ির রেস! আহ!
এই টাইপের অনেক ভালো ভালো গেম নেই। তবে DiRT সিরিজটি ভালো। আর ওয়ার্ল্ড র‌্যালি চ্যাম্পিয়নশীপ এর অফিসিয়াল ভিডিও গেমস সিরিজ হচ্ছে WRC । যা প্রতি বছরই মুক্তি পাচ্ছে।

এ বছরের যাবতীয় শিডিউলকৃত রেস নিয়ে বের হয়েছে WRC 4 গেমটি। গেমটি একটি অফ-রোড প্রফেশনাল রেসিং গেম। যেখানে সময়ের বিরুদ্ধে তোমাকে রেস করতে হবে। ‍
গেমটির গ্রাফিক্স সেই ৪ বছর ধরে একই জায়গাতে আটকিয়ে রয়েছে। আর হ্যান্ডেল খুবই কঠিন! মানে বাস্তবসম্মত!
<<<<<<<<<<<
এবার যদি, তুমি গেমটি খেলে থাক তাহলে গেমটিকে তোমার নিজস্ব রেটিং দিবে।

আর গেমটি না খেলে থাকলে রেটিং দেওয়ার দরকার নেই।
>>>>>>>>>>>>>>>>>
রেটিং:
> গেমপ্লেঃ WRC 4 গেমটির গেমপ্লে কে আমি ৬/১০ দিবো। গেমটির গেমপ্লে তে কোনো প্রকারের মজাই নেই। আসল WRC এর রেসগুলোর মজা গেমটিতে আনা হয় নি। যেমনটি রাস্তার কর্নারগুলো ড্রাইভার রা কত সুন্দর করে ড্রিফ্ট করে।

আর গেমটিতে ড্রিফ্ট অপশনটিই নেই!
> ডিজাইনঃ গেমটির একটি মাত্র নতুন বৈশিষ্ট্য রয়েছে। তা হলো এর ডিজাইন। ডিজাইনে আমি গেমটিকে ৮/১০ দিবো।
> গ্রাফিক্সঃ একদমই পঁচা আর প্লে-স্টেশন ২ টাইপের গ্রাফিক্স এর মতো। গ্রাফিক্সে দিবো ৪/১০
> টোটাল: টোটাল হিসেবে গেমটিকে ৫/১০ দেওয়া যায়।


<<<<<<<<<<<<<<<<<
এরপর আর্কষনীয় কিছু স্ক্রিণশট দিতে হবে গেমটির। আর ফটো ক্যাপশনে মজার কিছু কথা লিখতে ভুলো না যেন!
>>>>>>>>>>>>>
পড়ে গেলে তো . . . . .
কাদাময় রাস্তায় চাক্কা স্লিপ খায় বেশি!
গ্রাফিক্স সেই ২০০৮ সালের মতোই রয়েছে এখনো
হ্যান্ডেল খুবই কঠিন
<<<<<<<<<<<<
সবশেষে গেমটির ডাউনলোড লিংক এবং গেমস জোনের নিজস্ব রুলস লিখে টিউনটি শেষ করতে হবে।
ডাউনলোডঃ

 http://kickass.to/wrc-4-fia-world-rally-championship-reloaded-t8067690.html
অথবা, গেমটি ঘরে বসেই সুলভ মুল্যে পেতে চাইলে চলে আসো “গেমস জোন” এর অনলাইন ডিভিডি শপে: http://www.facebook.com/games.zone.bd
> গেমস জোন শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। এর উপাদান সমূহের দ্বারা কেউ মনে কষ্ট কিংবা আঘাত পেলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি।
> গেমস জোনে ব্যবহৃত বাংলা কভার, ওয়ালপেপারসমূহ সর্ম্পূণ ভাবে লেখকের নিজস্ব সৃস্টি।

এর সাথে আসল গেমটির কোনো সর্ম্পক নেই
> গেমস জোন এর সাথে উক্ত গেমসগুলোর কোনো সরাসরি সম্পৃত্ত নেই এবং থাকবে না।
> গেমস জোন এর গেমসগুলোর রিলিজ তারিখ, নির্মাতা, প্রকাশক, মুক্তির তারিখ, সিস্টেম রিকোয়ারমেন্টস এবং চিটকোড  তথ্য গুলো বিভিন্ন ওয়েবসাইট হতে সংগৃহকৃত। লেখক এখানে শুধুমাত্র বাংলায় লিখেছেন।
> ডাউনলোড লিংক এবং এর ফাইলসমূহ সর্ম্পূণ ভাবে অন্য সাইট হতে কপিকৃত। লেখকের সাথে ডাউনলোড লিংক এর কোনো সম্পৃত্ততা নেই।


> সর্বপরি গেমস জোন লেখক গেমওয়ালার ব্যক্তিগত কর্ম মাত্র। এর সাথে এই ব্লগের কোনো সর্ম্পক নেই এবং গেমস জোনের সকল তথ্য (ডাউনলোড লিংক ব্যাতিত) এর জন্য শুধুমাত্র লেখক গেমওয়ালা দায়ী থাকবে।
> গেমস জোন একটি সর্ম্পূণ ফ্রি গেমস রিভিউ এবং প্রিভিউ টিউন। তাই এর যেকোনো উপদান স্বাধীনভাবে “ব্যক্তিগত” উদ্দেশ্যে যে কেউ ব্যবহার করতে পারবে। তবে গেমস জোন কে “করপোরেট” ভাবে কখনোই ব্যবহার করা যাবে না।


> বর্তমানে গেমস জোন  লেখক এর দ্বারা নিচের ব্লগ সমূহে টিউন করা হচ্ছে:
http://www.tunerpage.com
http://www.techtunes.com.bd
> অনলাইন ডিভিডি সার্ভিসটি অনলাইন ডিভিডি শপ “পপকর্ণ” এর দ্বারা পরিচালিত হচ্ছে এবং এই বিষয়ের কোনো প্রকারের দায়িত্ব গেমস জোন নিবে না।
> গেমস জোন সংক্রান্ত যেকোনো সমস্যা, পরামর্শ, অভিযোগ এবং অন্যান্য যে কোনো বিষয়ের জন্য গেমস জোন এর ফেসুবক পেইজ http://www.facebook.com/games.zone.bd তে যোগাযোগ করুন অথবা সরাসরি লেখক গেমওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন http://www.facebook.com/talented.fahad
সিজন ৪ (বর্তমান) লোগো

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.