আমাদের কথা খুঁজে নিন

   

সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের জনসভা শুরু

দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দলের প্রথম এই জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বক্তব্য দেয়ার কথা রয়েছে।

বেলা আড়াইটায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।

দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ সভামঞ্চে উপস্থিত আছেন।

এদিকে নির্বাচনের পর প্রথম এই সামবেশে ব্যাপক লোক সমাগম আশা করছেন দলের নেতারা। জনসভা সফল করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা বেশ কয়েকটি যৌথসভাও করেছেন।

দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সভাস্থলে আসছেন নেতাকর্মীরা। রাজধানীর বাইরে থেকেও বাসে-ট্রেনে আসছেন অনেকে।

নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সাংসদ নির্বাচিত শামীম ওসমান ঢাকার জনসভায় ৫০ হাজার কর্মী-সমর্থক জড়ো করতে ৫ শতাধিক গাড়ি ভাড়া করেছেন বলে আওয়ামী নেতারা জানিয়েছেন।

ফলে নারায়াণগঞ্জ থেকে কয়েকটি রুটে যানবাহন সংকট দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ থেকে ট্রেনে করেও নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে আসছেন।

স্বাধীনতা যুদ্ধে চূড়ান্ত বিজয়ের পর ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো প্রতি বছর দিনটি পালন করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে।  

এ উপলক্ষে শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে সংগঠনের কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা তোলা হয়।

সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এফএস/এইচএস/ ১৫১০ ঘ. 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।