আমাদের কথা খুঁজে নিন

   

অপুর পথে মাহি

অপু বিশ্বাসের পথেই এগুচ্ছেন মাহিয়া মাহি। অপু যে সময়ে চলচ্চিত্রে এলেন তখন ঢালিউডে চলছিল নায়িকা সংকট। পুরনো মুখে হাঁপিয়ে উঠেছিল দর্শক। নির্মাতারাও পড়েছিল বিপাকে। মাঝে মধ্যে দুএকজন নতুন মুখের আগমন ঘটলেও তারা খুব একটা সুবিধা করতে পারছিল না।

এ অবস্থায় অপু একাই ঢালিউডের ভার বয়ে চলছিলেন। সম্প্রতি আবার এ সমস্যা দেখা দিলে দর্শক নিমার্তারা আগের মতোই সমস্যায় নিমজ্জিত হয়। অতঃপর এ সমস্যার উত্তরণে পাওয়া গেল মাহিকে। এখন অপুর মতো ঢালিউড সম্রাজ্যের রানী হয়ে একাই এগিয়ে চলেছেন নায়িকা মাহি।

২০০০ সালের শুরু থেকে ঢালিউডে নতুন নায়িকার সংকট দেখা দেয়।

নব্বই দশকে চিত্র জগতে আসা মৌসুমী, শাবনূর, পপি ও পর্ূির্ণমাকে ঘুরে ফিরে দীর্ঘদিন দেখতে দেখতে দর্শকের মধ্যে অরুচি দেখা দেয়। এ সময় দু একজন নতুন মুখ এলেও তারা খুব একটা সুবিধা করতে পারছিল না। অবশেষে ২০০৮ সালে এলেন অপু বিশ্বাস। এফ আই মানিক পরিচালিত 'কোটি টাকার কাবিন' চলচ্চিত্রে নায়িকা হয়ে আসেন তিনি। দক্ষ অভিনয়গুণে সহজেই দর্শক গ্রহণযোগ্যতা পেয়ে যান তিনি।

এরপর একাই তার পথ চলা। তার পাশপাশি আরও কয়েকজন নায়িকা আসলেও কেউ তাকে ছাড়িয়ে যেতে পারেননি। প্রায় দুবছর এই একা পথ চলায় অপুও যেমন ক্লান্ত হয়ে পড়েছিলেন দর্শক-নির্মাতারাও তেমনি নতুন মুখের অপেক্ষায় ছিলেন। এই অপেক্ষার পালা কাটাল নতুন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। ২০১১ সালের ৫ অক্টোবর সংস্থাটি দর্শকদের উপহার দিল নতুন নায়িকা মাহিয়া মাহিকে।

ওই দিন মুক্তি পেল জাজের প্রযোজনায় শাহিন-সুমন পরিচালিত এবং মাহি অভিনীত এ দেশের প্রথম ডিজিটাল চলচ্চিত্র 'ভালোবাসার রঙ'। এটি ছিল এ সংস্থার প্রথম চলচ্চিত্র। প্রথম কাজেই দর্শক মন কাড়লেন সুশ্রী মুখ মাহি। চলচ্চিত্রটি ব্যবসা সফল হলে মাহিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রুপালি জগতের মসৃণ পথে সাবলীলতায এগিয়ে চলেন তিনি।

এরই মধ্যে দুএকজন নতুন মুখ আসলেও মাহির মতো দর্শকের মনে আলো ছড়াতে পারেনি তারা। দর্শক-নির্মাতার মতে, মাহি এখন জনপ্রিয়তা ও সংকট মোচনে অপুর পথ ধরেই সাফল্যের সঙ্গে হেঁটে চলেছেন। মাহির এখন প্রচণ্ড ব্যস্ততা। বলতে গেলে ২০১৪ সালে তার হাতে আর কোনো ডেট নেই। ফেব্রুয়ারির ১৪ তারিখ রোমান্টিক ঘরানার এই নায়িকাকে রীতিমতো মারকুটে চরিত্রে দেখতে পাবে দর্শক।

ওই দিন মুক্তি পাবে জাজ প্রযোজিত ও ইফতেখার চৌধুরী পরিচালিত এবং মাহি অভিনীত 'অগি্ন' চলচ্চিত্রটি। অ্যাকশন ধর্মী এ চলচ্চিত্রের ট্রেইলার এ পর্যন্ত ওয়েবসাইটে যারা দেখেছেন সবাই এক বাক্যে অগি্নরূপী মাহির অসাধারণ কাজের প্রশংসা করেছেন। এ ছাড়া এ বছরই আরেকটি বড় ধরনের চমক নিয়ে বড় পর্দায় আসছেন মাহি। এটি হলো সত্তরের দশকে মুক্তি পাওয়া কাজী জহির পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্র 'ময়নামতি'র রিমেক। এতে মাহি অভিনয় করছেন কিংবদন্তি অভিনেত্রী কবরীর অভিনীত চরিত্রে।

জাজ প্রযোজিত এ চলচ্চিত্রটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। নির্মাতা ও সহশিল্পীদের কথায় ময়নামতিতে অনবদ্য অভিনয় করছেন মাহি। সব মিলিয়ে অপু বিশ্বাস এখনো যেমন সাফল্যের পথে হাঁটছেন তেমনি তার ছায়া হয়ে রুপালি জগতে নিজের একটি স্থায়ী আসন গড়ে নিয়েছেন দক্ষ নায়িকা মাহিয়া মাহি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।