আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা তার সব খেলো

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

সুখের নদী উপচে গিয়ে
প্লাবিত হলো মনের জমিন,
সুখের মিছিলে উপচে পড়া ভিড়,
তার সুখ টিকতে না পেরেই
সেখানে তার সলিল সমাধি হলো,
পাখিও দিলো উড়াল
যে পাখি মনের খাচায় বন্দি ছিলো ।
কষ্টের ইস্‌কুল হলো,
মনের জমিন প্লাবিত হলো,
পাখিও দিলো উড়াল,
শুধু তার জীবনের কোন পরিবর্তন হলো না ।

শৈশবের চঞ্চল বালক যে
হাস্যোজ্জ্বল থাকতো সব সময়,
মাতিয়ে রাখতো কেন্টিন, প্রাইভেট হল,
ক্লাস, বাড়ি, হোস্টেল সবকিছু,
আজ সে হলো চিমচাম সন্নাসী,
খুলেছে নীরবতার উপসনালয়,
ক্ষরণের লাল স্রোতে হারালো তার সব ।

ভালোবাসা তার শৈশব খেলো,
কৈশোর খেলো, যৌবন খেলো,
উদাস মনের আকাশ খেলো,
শিশির ভেজা সকাল, পড়ন্ত মধুর বিকেল খেলো,
ভালোবাসা তার সব খেলো,
শুধু তার জীবনটা খেলো না ।
সতি্য খুব চমৎকার তাই না ??

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.