আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারদের সাথে একত্রে আড্ডাবাজি কিংবা যে ভাললাগার শেষ নেই -৪

জোরে-সোরে মহব্বতের সাথে স্বপ্ন দেখুন। স্বপ্নই সম্ভাবনা। “A dream you dream alone is only a dream. A dream we dream together is reality”.

সাহিত্য-আড্ডার পক্ষ থেকে প্রকাশিতব্য সাহিত্য-সাময়িকীটির জন্য লেখা আহ্বান।


এই শুক্রবারের আড্ডাটি আমাদের নিয়মিত সাধারণ আড্ডা ছিল না। এটি ছিল ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে সাহিত্য-আড্ডার পক্ষ থেকে একটি সাহিত্যসংকলন/সাময়িকী বের করার জন্য আলোচনা-আড্ডা।



সিদ্ধান্তসমূহঃ

1. আমাদের সঙ্কলনটি আপাতত ভাষার মাস উপলক্ষে হলেও আমাদের উদ্দেশ্য এটি হবে একটি নিয়মিত সাহিত্য-সাময়িকী। আপাতত ত্রৈমাসিক।

2. নামকরণঃ সাহিত্যআড্ডা!

3. পূর্বে কথা ছিল গ্রুপের পক্ষ থেকে একটি প্রিন্টার কিনব। কিন্তু ঘুড্ডির পাইলট জানালেন তার একটি লেজার প্রিন্টার আছে। তাই প্রিন্টার কেনার খরচ আপাতত লাগছে না।

এখন শুধু কাগজ, কালি, স্টাপনার, লেখকদের কাছ থেকে লেখা এবং পরবর্তি ধাপগুলো সম্পাদনের জন্য আমাদের আন্তরিক কর্মপ্রচেষ্টার দরকার।

4. লেখা সংগ্রহের শেষ সময়সীমাঃ চলতি মাসের ২০ তারিখ।

5. সাহিত্যসংকলন/সাময়িকী বের করার শেষ সময়সীমাঃ ফেব্রুয়ারির ১০ তারিখ।

6. লেখার বিষয়ঃ যে কোনো বিষয়ে গল্প, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, স্মৃতিকথা ইত্যাদি। অর্থাৎ সাহিত্য পদবাচ্য যে কোনো লেখা।



7. বিতর্কিত বিষয়সংশ্লিষ্ট লেখা গ্রহণযোগ্য নয়।

8. রাজনৈতিক নির্মোহ বিশ্লেষণ থাকতে পারে কিন্তু পক্ষপাতদুষ্ট লেখা পরিত্যাজ্য। দলকানা লোকদের থেকে আমরা নিরাপদ দূরত্ব বজায় রাখি।


9. বাংলাদেশ সঠিক নেতৃত্ব থেকে বঞ্চিত। নেতৃত্বের আসনে যারা আছেন সবাই দুর্নীতিগ্রস্ত।

অথচ এই দেশ থেকেই কেউ বহির্দেশে গিয়ে উত্তরপুরুষে একজন মাহাথির মোহাম্মদ হন। ভাবতেও ভাল লাগে মাহাথির মোহাম্মদ বাংলাদেশি বংশোদ্ভূত। বাংলাদেশ এখন একজন মাহাথিরের প্রতীক্ষায় অধীর আগ্রহে দিন কাটাচ্ছে। এই বিষয়ে দিকনির্দেশনামূলক প্রবন্ধ দিতে উৎসাহিত করা হচ্ছে।

10. কবিতা কুয়াশার মতো।

দূর থেকে ভাল লাগে। কাছে গেলে কুহক কেটে যায়। আকর্ষণ হারায়। তবুও আমরা পাঠকের অধিক কাছে পৌঁছানোর লক্ষ্যে কবির কাছ থেকে কবিতার সাথে রহস্য উন্মোচনের সংক্ষিপ্ত দিকনির্দেশনার দাবি রাখি।

11. আগামি শুক্রবারে অগ্রগতি কতদূর হল তা নিয়ে আরেকটি আড্ডা হবে।



উপসংহারঃ এটা হবে আমাদের নিজেদের হাতে তৈরি একটি সাময়িকী। কোনো প্রকাশনার কিংবা কোনো প্রেসের সাহায্য ছাড়াই সব কাজ নিজেরা করার উদ্যমে এখন শুধু দলবেঁধে কাজে ঝাঁপিয়ে পড়া বাকি। আপনার শ্রেষ্ঠ লেখাটি আমাদেরকে দিয়ে আশা করি সাহিত্য-আড্ডার চলার পথে সঙ্গি হবেন।
লেখা পাঠানোর ঠিকানাঃ

যে কোনো যোগাযোগঃ
সাহিত্য-আড্ডার সমন্বয়ক/সঞ্চালক
অলওয়েজ ড্রিম
Phone: 01918886967





সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.