আমাদের কথা খুঁজে নিন

   

সহজ জয়ে শীর্ষে চেলসি

এই জয়ে ২১ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে জোসে মরিনিয়োর দল। একটি করে ম্যাচ কম খেলা আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট যথাক্রমে ৪৫ ও ৪৪।

হাল সিটির কেসি স্টেডিয়ামে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কারের প্রচেষ্টা হাল সিটির গোলরক্ষক অ্যালান ম্যাকগ্রেগর দুর্দান্তভাবে ঠেকিয়ে দেয়ায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি চেলসি।

তবে দ্বিতীয়ার্ধে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইপিএলের সাবেক চ্যাম্পিয়নদের। ৫৬ মিনিটে দুই ডিফেন্ডার ব্রাজিলের ডেভিড লুইজ ও ইংল্যান্ডের অ্যাশলি কোলের মধ্যে গড়ে ওঠা আক্রমণকে সাফল্যে রূপায়িত করে চেলসিকে এগিয়ে দেন বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড।

৮৭ মিনিটে অতিথিদের জয় নিশ্চিত করা গোলটি ২০০তম ইপিএল ম্যাচ খেলতে নামা স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্দো তরেসের।

শনিবার ইপিএলের অন্যান্য ম্যাচে সান্ডারল্যান্ড ৪-১ গোলে ফুলহ্যামকে, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ২-০ গোলে কার্ডিফ সিটিকে, এভারটন একই ব্যবধানে নরউইচ সিটিকে, টটেনহ্যাম হটস্পার ২-০ গোলেই ক্রিস্টাল প্যালেসকে এবং সাউথহ্যাম্পটন ১-০ গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে হারিয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।