আমাদের কথা খুঁজে নিন

   

মহানায়িকা তিনি

সুচিত্রা সেন মানে একটি ইতিহাস, একজন অপ্সরা। সাদা-কালো ফিতায় এক উজ্জ্বল নক্ষত্র। তার মতো অভিনেত্রী হাজার বছরে একজন জন্মায় কিনা সন্দেহ। পৃথিবীর সব উপমাই তার সামনে তুচ্ছ। সুচিত্রা মানেই এক মহানায়িকা, যার রঙধনুর আলোয় আলোকিত চলচ্চিত্রের বর্ণিল ভুবন।

যৌবনের চৌকাঠ থেকে দখিনের জানালায় দাঁড়ানো আমি সুচিত্রা সেনের মুগ্ধ প্রেমিক। তাকে দেখেছি-ভেবেছি, কখনোবা সেলুলয়েডের ফিতায় বন্দী করার তীব্র তাড়না অনুভব করেছি। শুধু উপমহাদেশ নয়, বিশ্বের শ্রেষ্ঠ অভিনেত্রীদের তালিকায় অনায়াসেই চলে আসে এই মহানায়িকার নাম। সুচিত্রা সেন আমার দেখা একজন সাবলীল অভিনেত্রীর নাম। মেলোড্রামা কখনো ছুঁতে পারেনি তার অভিনয়কে।

থ্রিয়েট্রিক্যাল অ্যাকটিংয়ের অপূর্ব এক মেলবন্ধন রয়েছে তার অভিনয়ে। তার চোখ-নাক-মুখ বলে দেয় ঈশ্বরের অপার মহিমার কথা। তিন দশকের অভিনয় জীবনে সুচিত্রা তার আন্ডারটোন অ্যাকটিংয়ের মাধ্যমে জয় করেছেন অসংখ্য ভক্ত, অনুরাগী প্রেমিকের মন। কি এক অজানা অভিমানে সুচিত্রা সেনের নিভৃতচারী হওয়া সবার হৃদয়ে হাহাকার এনেছে। কোনো অভিমান এই কিংবদন্তি অভিনেত্রীকে চার দেয়ালে বন্দী করেছিল তা নিয়ে বাহাসও হয়েছে বিস্তর।

তবে সব গালগল্পের ভিড়ে এ কথাই দৃশ্যায়মান হয়, 'প্রণয় পাশা' সিনেমার পর লাইট-ক্যামেরা-অ্যাকশন শব্দগুলোকে নিজের অভিধান থেকে মুছে দিয়েছেন তিনি অজানা অভিমানে। ভক্ত-অনুরাগীরা যা আজও মেনে নিতে পারিনি । ইচ্ছে ছিল ১৯৮৪-তে 'শুভ দা' চলচ্চিত্রের নামভূমিকায় এই মহানায়িকাকে অভিনয় করানোর। কিন্তু আমার দুভার্গ্যই বলতে হয়। সেই ইচ্ছে আর পূরণ হয়নি।

ততদিন নিজেই নিজেকে নির্বাসন দিয়েছেন তিনি। শৃঙ্খলিত করেছেন চার দেয়ালের মধ্যে। হয়তো নিজের সোনালি যুগের জনপ্রিয় অধ্যায়টাকে ফিকে করতে চাননি। রূপ-লাবণ্য ও মুগ্ধতার যে চিহ্ন হয়ে প্রায় তিন দশক ধরে তিনি শতকোটি ভক্তের মনের কুঠরীতে অপরূপার ছবি হয়েছিলেন, তা-ই থাকতে চেয়েছেন। তার একেকটি চলচ্চিত্র একাধিকবার দেখেছি।

তার অভিনয়, ব্যক্তিত্ব উপমহাদেশের নারী অভিনেত্রীদের কাছে অনুকরণীয় ও অনুসরণীয়। একজন অভিনেত্রী তার অভিনয় নৈপুণ্যে দেশ-কাল ছাড়িয়ে মহানায়িকার উপাধিতে ভূষিত হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ সুচিত্রা সেন। আজ তিনি অসুস্থ। তাকে ঘিরে সবার মতো আমিও উৎকণ্ঠিত। আমাদের অহংকারের এই মহানায়িকা সুচিত্রা সেন শত কোটি বছর বেঁচে থাকবেন- এটিই আমার পরম চাওয়া।

সুস্থ হয়ে দ্রুত আপন আলোয় ফিরে আসুন হে মহানায়িকা। আমরা সবাই আপনার সাতরঙে রাঙা বর্ণিল আলোর প্রতীক্ষায় আছি। শ্রুতলিখন : আলাউদ্দীন মাজিদ

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।