আমাদের কথা খুঁজে নিন

   

এন্টার্কটিকার সাগর ছেয়ে যাচ্ছে বরফে

এন্টার্কটিকার নিম্নস্তরের বরফ গলে গিয়ে বেরিয়ে আসছে অপেক্ষাকৃত শীতল পানি। কম ঘনত্বের এই শীতল পানি জমে থাকছে সাগরের উপরিভাগে। শীত এবং শরৎ কালে উপরিভাগে জমে থাকা ওই পানি চটজলদি আবার পরিণত হচ্ছে বরফে। আর এভাবেই সামুদ্রিক বরফ বেড়ে যাওয়ার এ অদ্ভুত ঘটনা ঘটছে বলে ধারণা বিজ্ঞানীদের। এন্টার্কটিকায় সাগরের বরফের এই বৃদ্ধি কম হলেও পরিসংখ্যানের দিক দিয়ে উল্লেখযোগ্য।

বিজ্ঞানীদের পর্যবেক্ষণে দেখা গেছে, ১৯৮৫ সাল থেকে এন্টার্কটিকা সাগরে বরফ বেড়েছে প্রতি দশকে প্রায় ১ দশমিক ৯ শতাংশ হারে। অন্যদিকে, আর্কটিক অঞ্চলে গত কয়েক দশকে কমে গেছে সামুদ্রিক বরফ। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেই ধারণা প্রকাশ করেছেন ‘রয়াল নেদারল্যান্ডস মেটেওরোলোজিক্যাল ইন্সটিটিউট’(কেএনএমআই)এর গবেষকরা। গবেষণায় দেখা গেছে, দক্ষিণ গোলার্ধে শরৎ এবং শীতকালে সমুদ্রের বরফ বেড়েছে। সাগরের উপরিভাগে ভেসে থাকা সচ্ছ্ব, শীতল পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘটেছে বরফের এ বৃদ্ধি।

আর এন্টার্কটিকার নিম্নস্তরের বরফের মাত্রাতিরিক্ত গলনেই ওই বরফ শীতল পানির উৎসারণ বলে অভিমত গবেষকদের।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.