আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪০

বরিশালে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। চট্টগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন ৩৫ জন।

বরিশাল : নগরীর উপকণ্ঠ গড়িয়ারপাড় ও ছয় মাইলের মধ্যবর্তী স্থানে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল সকালে সংঘটিত এই দুর্ঘটনায় হতাহতরা প্রাইভেটকারের যাত্রী ছিলেন। নিহত জাকির হোসেন পিরোজপুরের স্বরূপকাঠি এলাকার বাসিন্দা। আহতরা হলেন- মো. তারেক, মামুন মিয়া, মিজান, রানা এবং অজ্ঞাত পরিচয় প্রাইভেটকার চালক। এদের মধ্যে তারেক, রানা ও গাড়ি চালককে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মীরসরাই (চট্টগ্রাম) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। উপজেলার ৯ নম্বর মীরসরাই সদর ইউনিয়নের মিঠাছড়া দক্ষিণ বাজার এলাকার গাংচিল ফিলিং স্টেশনের সামনে গতকাল এই দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক সার্ভিসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মিঠাছড়া বাইপাস এলাকায় মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.