আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় নিহত ৮

ফরিদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ, দিনাজপুর, নারায়ণগঞ্জ ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাবেক ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের। ফরিদপুর : নগরকান্দা উপজেলার মহিলারোড নামক স্থানে গতকাল বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন ফরিদপুর গ্রামীণফোনের ডিলার পয়েন্টের কর্মচারী সবুজ ও নাসির। এ দুর্ঘটনার পর স্থানীয় জনতা এক ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার উচালিয়া পাড়ায় গতকাল মুরগি বোঝাই টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক শাহজাহান। তিনি উপজেলার সৈয়দটোলা গ্রামের রহিম মিয়ার ছেলে। এ সময় মারা যায় টেম্পুতে থাকা ২৫০টি মুরগি। এদিকে সকালে কসবায় মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে ছাত্রলীগ নেতা আবু সুফিয়ানের। সুফিয়ান উপজেলার ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। গোপালগঞ্জ : মুকসুদপুরে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে সাবেক ব্যাংক কর্মকর্তা এবিএম এহসানুল কবীর নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারের চালকসহ আহত হন পাঁচজন। আহতদের মধ্যে রয়েছেন এহসানুল কবীরের স্ত্রী, মেয়ে ও ছেলেবউ। দিনাজপুর : বিরল উপজেলায় গতকাল ট্রলির ধাক্কায় মাদ্রাসা শিক্ষক সিরাজুল ইসলাম নিহত হয়েছেন। সিরাজুল উপজেলার পাইকপাড়া ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক । নারায়ণগঞ্জ : সদর উপজেলায় ট্রাকচাপায় মতিউর রহমান নামে এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন। ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কের ফতুল্লার মাসদাইরে লোহার মার্কেটের সামনে গতকাল এ ঘটনা ঘটে। মতিউরের বাড়ি মাদারীপুরের কালীগীন এলাকায়। নোয়াখালী : সোনাপুর-মাইজদী সড়কের সোনাপুর পুলিশ ফাঁড়ির সামনে গতকাল যাত্রীবাহী বাস সিএনজি অটোরিকশাকে চাপা দিলে রবিউল ইসলাম রবি নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন সিএনজিতে থাকা আরও দুই যাত্রী। নিহত রবিউল সদর উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামের লেদু মিয়ার ছেলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.