আমাদের কথা খুঁজে নিন

   

বৌমা হাতটা যখন ধরলাম মানডা রাখো



বৃটিশদের রাজকীয় বিদায়ের দিন,তারপর দিন ভারত পকিস্থান ভাগ হলো। বৃটিশদের মান রাখতে ইতিহাসের ভয়াভহ দাংগা হয়েছে অগনিত নিরীহ নারী পুরুষ মরেছে, বৃটিশদের মান রাখতে তিতুমীর ,মাষ্টারদা সুর্যসেন,ভগবৎ সিং,বাঘা যতিন সহ অজস্র স্বাধীনতাকামী মানুষদের মরতে, নির্যাতিত হতে হয়েছে। আড়াইশো বছর অত্যাচার নির্যাতনের ফলাফল বৃটিশদের রাজকীয় বিদায়। বৃটিশদের ঘৃণা করা দুরে থাক লেখাপড়ার জন্য,আয়রোজগারের জন্য বৃটেন যওয়াই সকলের স্বপ্ন। পাকিস্থান যদি বৃটেনের মতো অর্থনৈতিক সমৃদ্ধির দেশ হতো তখন পাকিস্থানকে ঘৃণা করতাম নাকি লেখাপড়ার জন্য,আয়রোজগারের জন্য পাকিস্থান যওয়াই সকলের স্বপ œহতো ! আমেরিকার সরাসরি মদদেই পাকিস্থান ইতিহাসের ভয়াভহ বর্বরতা চালিয়েছিলো।

আমরা আমেরিকাকে ঘৃণা করতে শিখিনি। আমাদের সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট করেছে,করছে যে বৃটিশ,যে আমেরিকা সেই বৃটিশ আমেরিকাকে ঘৃণা করতে পারলেই আমাদের সা¤প্রদায়িক স¤প্রীতি হবে আবহমান বন্ধুর। আমাদের রাজনীতিতেই ধর্ম স¤প্রদায়িকতার বীজ অংকুরিত হয়। হিন্দুরা ইন্ডিয়া গেলে সম্পদ আমার,আর দেশে থাকলে ভোট আমার এ মুল্যবোধ পরমপরা বহমান থাকলে,উগ্রধর্মান্ধতা থাকলে,মুসলমান মানে হিন্দু বিরোধী,মুসলমান মানে ভারত বিরোধী এ মুল্যবোধ পরমপরা বহমান থাকলে সা¤প্রদায়িক স¤প্রীতি আবহমান বন্ধুর হয়না। কোন বড়লোক হিন্দু বাড়ী হামলা হয়না।

দরিদ্র হিন্দু এলাকায় হামলা অত্যাচার। কোন বড়লোক হিন্দু মহিলা আক্রান্ত নয়। আক্রান্ত দরিদ্র হিন্দু মহিলা। সরাসরি হামলায় অংশগ্রহনকারী মুসলমানেরা গরীব মুসলমান। বড়লোক মুসলমান বড়লোক হিন্দুরা সকল সময় নিরাপদ যার সার্থকতার দাবীদার বৃটিশ আমেরিকা।

বৃটিশ আমেরিকা আশির্বাদপুষ্ট দেশে সকল নির্মমতা গরীবের উপর,বড়লোকেরা নিরাপদ। ২০২১,২০৪১,২০৫০ বাস্তবায়নেও বৃটিশ আমেরিকাকে ঘণার মুল্যবোধ গড়ে তুলতে হবে। শুধু ছন্নছাড়া শয়তান আমেরিকা ভারত বৃটেনের কারণে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হলোনা। দুর সর্ম্পকের বৌমা বেড়াতে এসেছেন কিছু টাকা হাওলাদের আশায়। গৃস্মের গরম পড়ন্ত দুপুরে নির্জন ঘরে শশুর শুয়ে বসে আরাম করছেন।

বৌমা পান নিয়ে শশুরের ঘরে ঢুকে পানের বাটা শশুরকে দিয়ে পাশে টুলের উপর বসে বলছেন একটা জমি কিনতে গিয়ে একটুর জন্য সামান্য টাকা কম পড়ে যাচ্ছে,তাই আপনার কাছে আসলাম। শশুর কোন কথা না বলে ধীরে বৌমার হাতটা ধরে বলছেন ঠিক আছে বৌমা তুমরাতো কোন সমস্যা নিয়ে এবাড়ীতে আসোনা। এসেছো ২/১দিন থাকো ব্যবস্থা করে দেবো। বৌমা টুল থেকে উঠে দাড়াতেই শশুর কোন কথা না বলে ধীরে বৌমার হাতটা ধরে বললেন বৌমা,”হাতটা যখন ধরলাম আমার মানডা রাখো। অগত্যা বৌমা মান রাখতে সস্নেহে জড়িয়ে নিলেন বুকে।

বড়লোকিত্ব বজায় রেখে গরীবদের জন্য কাজ করতে রাজনৈতিক চরিত্রহীন এরশাদ নাটক একটা কংলক হয়ে থাকলো চমৎকার সময়ে। যিনি ভোটে দাড়াতে চাননি রংপুরের মানুষ সেই সাবেক রাষ্ট্রপতি এরশাদকে এত ভালোবাসে যে নির্বাচনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করে দিলেন । এলাকাবাসী এরশাদের হাতটা ধরলেন এলকার মান রাখতে। এলাকাবাসীর মান রাখতেই সরকারে যোগ দিলেন। এরশাদকে বাদ দিয়ে কমিউনিষ্টদের আলাদা জোট বানিয়ে বিরোধী দল বানানোর প্রক্রিয়া শুরু করলে চরিত্রহীন এরশাদ নাটক কংলক মুছা যেতে পারে।

ভিন্ন ভিন্ন মতের কমিউনিষ্টদের একমত হয়ে এগিয়ে আসতে হবে। ধর্ম নিরেপেক্ষ মুল্যবোধ শিকড়ে শিকড়ে বিস্তৃত করে সা¤প্রদায়িক স¤প্রীতি অটুট রেখে বৃটিশ আমেরিকাকে ঘৃণা করার মুল্যবোধ গড়ে উঠলে,রাষ্ট্রীয় নিশ্চয়তা বৃদ্ধি করলে,বিপুল টাকার মালিক হওয়ায় মোহ কমাতে পারলে,প্রত্যেক পরিবারকে পাকা ঘর,পাকা পায়খানা,সুপেয় পানি,মাসে দশ হাজার টাকা ভাতা দিয়ে একসাথে কাজ করলে কোন দাংগা হবেনা। বাংলাদেশ পৃথিবীতে দৃষ্টান্ত হবে সুখী সমৃদ্ধির দেশের।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।