আমাদের কথা খুঁজে নিন

   

মিনি ইনপুট - ইউল্যাবে ২ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

বিষাদময়


ইন্টারন্যাশনাল পাবলিক টেলিভিশন (ইনপুট) একটি আন্তর্জাতিক সংগঠন। এর উদ্যোগে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে পাবলিক টেলিভিশনের সম্মেলন হয়ে থাকে, যেখানে বিশ্বের সেরা পাবলিক টেলিভিশন অনুষ্ঠান/চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ-এ তৃতীয় বারের মতো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ পালিত হলো মিনি ইনপুটের ২ দিনব্যাপী টেলিভিশন অনুষ্ঠান/চলচ্চিত্র প্রদর্শনী উৎসব ও আলোচনা অনুষ্ঠান।

১১ ও ১২ জানুয়ারি, ২০১৪-তে ইউল্যাব অডিটোরিয়ামে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। খ্যাতনামা পরিচালক, প্রযোজক, সমালোচক, সাংবাদিক ও শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান চলে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত।



ইউল্যাবে অনুষ্ঠিত মিনি ইনপুট প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডঃ গওহর রিজভী।

উদ্বোধনী অনুষ্ঠানে ডঃ রিজভী বলেন, ‘পশ্চিমা দেশগুলোসহ বিশ্বের সকল দেশে বর্তমানে কালো বাজার-পুষ্ট অর্থলোভী চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। যেখানে সমাজের মানুষের কথা চিন্তা করা হয় না। যেসব ভালো চলচ্চিত্র নির্মাণ করা হয়, তার সংখ্যাও নগণ্য। আমাদের এ ব্যবস্থা থেকে বের আসতে চলচ্চিত্র নির্মাতাদের এগিয়ে আসতে হবে।

আর তাঁদের উৎসাহিত করতে বিশ্বব্যাপী ইনপুট কাজ করে যাচ্ছে। ’

তিনি চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, সাংবাদিক ও শিক্ষার্থীদের সমাজের সাধারন দর্শকদের কথা চিন্তা করে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হওয়ার জন্য পরামর্শ দেন। তিনি বাংলাদেশ ইনপুটের সাথে যারা জড়িত এবং আয়োজকদের ধন্যবাদ দেন।

ইনপুটের বাংলাদেশ কোঅরডিনেটর শামীম আহমেদ রায়হানউদ্দিন বলেন, ‘দর্শকদের মনের খোরাক মিটিয়ে সেইসব চলচ্চিত্রকে আরও একধাপ এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে সাহায্য করে ইনপুট। ইনপুটে কি ধরনের চলচ্চিত্র স্থান পায় তা দেখাতে এবং আন্তর্জাতিক মানের চলচ্চিত্র তৈরিতে উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন।



ইউল্যাবের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান বলেন, ‘ভাল চলচ্চিত্রের দর্শক সবসময় থাকে। নির্মাতারা এগিয়ে আসলে দর্শকদের জন্য বিষয়টা সহজ হয়। সকল শ্রেণীর দর্শকদের জন্য ইনপুটের বাছাইকৃত চলচ্চিত্রগুলো প্রদর্শনীর জন্য স্বল্প পরিসরে এ আয়োজন করেছি। ’

ভারতের ইনপুট কোঅরডিনেটর অভিজিৎ দাসগুপ্ত বলেন, ‘দর্শকদের সস্তা আনন্দ দেওয়ার কথা না চিন্তা করে নির্মাতাদের ব্যবসায়ী মনোভাব দূর করে চলচ্চিত্র তৈরি করতে হবে। বাজেট এখানে বিষয় নয়, ইনপুটে অসংখ্য চলচ্চিত্র আছে যেগুলো সাধারন হাণ্ডি-ক্যামেরা দিয়ে ধারন করা হয়েছিল।

আর বাংলাদেশের তরুন চলচ্চিত্র নির্মাতা বা নির্মাণে আগ্রহীদের জন্য অপূর্ব সুযোগ যে - তাঁদের কষ্ট করে বা অর্থ খরচ করে বিদেশে বা বেশি দূরে যেতে হবে না, তাঁরা ঢাকাতেই ইনপুটের সাথে আলোচনা করে তাঁদের চলচ্চিত্রগুলো আন্তর্জাতিক মানের করে নির্মাণ করতে পারবেন।

অনুষ্ঠানে যেসব টেলিভিশন অনুষ্ঠান/চলচ্চিত্র দেখানো হয় সেগুলো হলো- কোসিমা ড্যানোরিটজার পরিচালিত ‘দ্যা লাইট বাল্ব কন্সপিরেসি’, শেইন অ’সালিভান পরিচালিত ‘চিলড্রেন অব দ্যা রেভোল্যুশন’, এর্নেস্ট সাজ পরিচালিত ‘এস্কেপ ফ্রম প্যারাডাইস’, বিবিসি’র প্যানোরোমায় জেমস অলিভার প্রযোজিত ‘ফিফা : ফুটবল’স শেইম’, মাইকে ডি ইয়ং পরিচালিত ‘ডাইয়াবলিকাল ডিলেমাস’ ও নোমান রবিন পরিচালিত ‘কমন জেন্ডার’।

মিনি ইনপুটের প্রতিটি টেলিভিশন অনুষ্ঠান/চলচ্চিত্র প্রদর্শনীর আগে ও পরে শামীম আহমেদসহ আলোচনায় সঞ্চালকের ভূমিকা পালন করেছেন ইউল্যাবের মিডিয়া স্টাডিস এন্ড জার্নালিজম বিভাগের প্রধান ডঃ জুড জেনিলো ও অনুষ্ঠানটির আয়োজক মিডিয়া বক্সের প্রধান নির্বাহী সৈয়দ সাজেদুর রহমান ফিরোজ এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রোগ্রাম ম্যানেজার হায়দার রিজভী। তাঁদের সঞ্চালনা ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠানটি যেন প্রাণবন্ত হয়ে ওঠে।

২০১৩ সালে এল সালভাদরে অনুষ্ঠিত ইনপুট সম্মেলনে ‘কমন জেন্ডারের’ পরিচালক নোমান রবিনকে সম্মানিত করা হয় এবং সাথে থাকেন বাংলাদেশের ইনপুট ন্যাশনাল কোঅরডিনেটর শামীম আহমেদ।



বিশ্বের ৪০০ আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতিতে পাঁচ দিনব্যাপী সম্মেলনে সেরা ৮০ টি পাবলিক টেলিভিশন অনুষ্ঠান প্রদর্শিত হয়।

উল্লেখ্য, ইনপুট ২০১৪, ফিনল্যান্ডের হেলসিংকিতে চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হবে।




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।