আমাদের কথা খুঁজে নিন

   

আবেগ

কইলজার ভিতর গাতি রাইখম তোয়ারে, সিনার লগে বাধি রাইখম তোয়ারে ও ননাইরে । । ঐ। । ২ তুই হইলা আ’র কইলজার বডু– পরানের আধান. তোরে ছারা না ঠিকের বৈদেশত পরান ।

। ২ আর কোন দিন নাযায়ুউম আই’য়। । ২ তোয়াওে ছারিয়ারে ও ননাইওে । ।

ঐ তুই হইলি আ’র বন্ধুর বাশি মনেরি আশা তোরে ছারা হন ভালো লাগাটা যেন ভালো এর মধ্যে থাকে ,যেন খকনো আবেগে পরিণত না হয়। ভালো লাগা আর আবেগ এক জিনিস নয় ,বন্ধু তের মাঝে আবেগ কে মূল দিতে নাই,কারণ এতে বন্ধুত নষ্ট হয়ে যায়। আবেগ মানুষের চরম শুত্রু। আবেগ মানুষ কে ধংস করে দে । যৌন উওেজনা ও এক ধরনের আবেগ,এই আবেগ তা মেয়েদের চাইতে ছেলেদের বেশি।

এই যে দেশে বিদেশে যে হারে ধর্ষণ এর ঘটনা ঘটতেছে তার পিছনে কাজ করে যৌন আবেগ। মেয়েদের ও এই আবেগ কম না। বন্ধু বান্ধবী দের মাঝে দেখা যায় এই আবগে এর কারণে ভাঙ্গে যাছে ছোট কালের বন্ধুত। এই আবগের কারণে কত মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ছে। অবগ থাকে নিজেকে রক্ষা করুন আর বন্ধুত কে টিকে এ রাখুন।

..................। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.