আমাদের কথা খুঁজে নিন

   

‘লাফালাফি’ মন্ত্রীর কাজ নয়: আশরাফ

“লাফালাফি করা, সাংবাদিকদের হাতে নেয়ার, হাতে তালি দেয়া, মিডিয়াকে উপস্থিত করাই যদি মূল উদ্দেশ্য হয়; তাহলে কিন্তু প্রতিদিনই আমরা ব্রিজ-কালভার্ট দেখতে যাইতে পারি। ”

নতুন সরকারে শপথ নেয়ার পর নিজের পুরনো দপ্তর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সোমবার এক সভায় স্থানীয় সরকারমন্ত্রী একথা বলার সময় নাম উল্লেখ না করলেও ইঙ্গিত যে ওবায়দুল কাদেরের দিকে, তা স্পষ্ট।

সোমবার সভায় আশরাফ এই বক্তব্য দেয়ার নিজেও হেসে ফেলেন। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাসির রোলের মধ্যে উপস্থিত একজন জোরেশোরেই বলে উঠেন, “যোগাযোগমন্ত্রীকে বাঁশ দিল। ”

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকেই প্রায়ই দেখা যায় সেতু, কালভার্ট, বাস-রেল স্টেশনসহ বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে।

শেখ হাসিনার গত সরকারের শেষ দিকে মন্ত্রীর দায়িত্ব পাওয়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাদেরকে বিভিন্ন অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিজেকেই নিতে দেখা যায়।

বিআরটিসির গাড়ির চালকদেরও সড়কে থামিয়ে শাসাতে যেমন দেখা গেছে কাদেরকে; তেমনি রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় রেলকর্মীকে চড় মারতেও দেখা গেছে তাকে।

আশরাফ বলেন, “প্রকল্প উদ্বোধন, ওয়াসার যে কর্মকর্তা আছে, তেল চুরি করে কি না? শেভরনের বিদ্যুৎ চুরি করে কি না? কেউ মাটি চুরি করে কি না?- এগুলো নিয়ে যদি আমি ব্যস্ত থাকি, তাহলে কিন্তু মন্ত্রীর...

“মন্ত্রীর কাজটা কিন্তু কোন পাম্প থেকে কে তেল চুরি করছে, তা দেখা নয়। তেল চুরির জন্য মন্ত্রী রেসপন্সিবল নয়। কোন কর্মচারী পাম্প থেকে তেল চুরি করছে...তার জন্য স্পেসিফিক কর্মকর্তা রেসপন্সসিবল।

কর্মকর্তা-কর্মচারীরা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন, তার পরিবেশ তৈরি করার কাজটি মন্ত্রীর বলে স্মরণ করিয়ে দেন সরকারি দলের প্রভাবশালী এই নেতা।

বঙ্গভবনে ঢুকছেন সৈয়দ আশরাফুল ইসলাম। দলীয় প্রধান শেখ হাসিনার এবারের মন্ত্রিসভায়ও থাকছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গত বারের ব্যর্থ মন্ত্রীরা এবার বাদ পড়েছেন জানিয়ে আশরাফ রোববার শপথ নেয়ার পর বঙ্গভবনে সাংবাদিকদের বলেন, “এবার যারা নতুন দায়িত্ব পেয়েছেন, তারাও যদি সঠিকভাবে কাজ করতে না পারেন তবে তাদেরকেও অব্যাহতি দেয়া হবে। ”  

মন্ত্রণালয়ের ওই অনুষ্ঠানে আশরাফের সঙ্গে নতুন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাও ছিলেন।

তিনি বলেন, “আমি ক্ষুদ্র মানুষ, প্রধানমন্ত্রী আমাকে বড় দায়িত্ব দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ।

“যে দলই করি দলবাজি করতে আসিনি। সামান্যতম দুর্নীতি ছাড়া সর্বশক্তি দিয়ে কাজ করব। ”

আশরাফকে উদ্দেশ করে জাতীয় পার্টির নেতা মশিউর বলেন, “আপনি কোন দলের, আমি কোন দলের, তা দেখার বিষয় নয়। আমি শিখতে এসেছি, আপনি (আশরাফ) শেখাবেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সহায়তাও প্রত্যাশা করেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের উত্তরসূরি মশিউর।

অনুষ্ঠানের শুরুতে পল্লী উন্নয়ন বিভাগের সচিব এম এ কাদের সরকার স্বাগত বক্তব্য দেন। আর স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম শহীদ খান গত পাঁচ বছরে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড তুলে ধরে আশরাফের ভূয়সী প্রশংসা করেন।

বক্তব্য শেষ করে জনপ্রশাসনের এই কর্মকর্তা বলেন, “জয় বাংলা”। একটু থেমে বলেন, “বাংলাদেশ এগিয়ে যাক।

” এর পরেই বলেন, “জয় বঙ্গবন্ধু”।

আগামী ১৭ জানুয়ারি শহীদ খান অবসরে যাচ্ছেন, গত ২৮ ডিসেম্বর তার অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.