আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব প্রসঙ্গঃ লাফালাফি ফালাফালি করে নিজেদের পায়ে কুড়াল মারা হল না !!

everything is fair in love and war

আমরা বাংগালী কোন ঘটনা ঘটলে সেটার পেছনের কি কারন ছিল সেটা না ভেবেই সেটার গায়ে অধিক পরিমানে রঙ মিশিয়ে একাকার করে দেই , কি জন্য , কি পরিস্থিতিতে , কি মানসিকতায় সে এটা করেছিল সেটা আমরা জানতে বা জানার চেস্টা না করে ঘটনার রঙ চড়ায়ে বেড়াইতেছি । ক্যান বিসিবি এটার কারনে এত তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার আগে কারন ত দর্শাতে পারত !! আর আমরা ফলাও করে বেশি বেশি করে শেয়ার দিন বলে পোস্ট দিয়ে ফেসবুকে ফ্লাডিং করতাছি :/

অবশ্য এই লেভেলের একজন এর কাছ থেকে এমন অঙ্গভঙ্গি আসলেই কাম্য না , কিন্তু এই ফালাফালি লাফালাফিতে কি হল এশিয়া কাপে দলের ভাল একটা প্লেয়ার কে হারাতে হল যে কিনা গত এশিয়া কাপের সাফল্যর অন্যতম কান্ডারি ছিল ।

নিজের ভাল পাগলেও বুঝে বাংগালি বুঝে না...

ইন্ডিয়ারে দেখেন , তাদের ফিক্সিং হলেও তাদের প্লেয়ার দের তারা আগলে রাখে , দরকার হলে সেই দোষে বোর্ড সভাপতি অবসরে যায় । কিন্তু আর আমরা অন্যর সন্তুস্টির জন্য আশরাফুলের মতন প্লেয়ার দের বিসর্জন দেই Shame ম্যান Shame ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.