আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে এক বছর ধরে বেতন বঞ্চিত সাড়ে ৫ হাজার শ&

জাতীয়করণের এক বছরেও সরকারি বেতন-ভাতা পাননি সিলেট, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের হোসেনপুর, কুড়িগ্রামের ফুলবাড়ী ও নীলফামারীর সৈয়দপুরের প্রাথমিক বিদ্যালয়ের ৮২৩৪ জন শিক্ষক। উপরন্তু জাতীয়করণের আগে তারা মাসিক যে বেতন পেতেন চার মাস ধরে তাও বন্ধ। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনজাপন করছেন এসব শিক্ষক। আর্থিক সংকটে শিক্ষকরা ঠিকমতো পাঠদান করতে না পাড়ায় ব্যাহত হচ্ছে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষা কার্যক্রম।

সিলেট : চাকরি জাতীয়করণের এক বছর অতিক্রান্ত হলেও এখনো বেতন-ভাতা পাননি সিলেটের প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষক। বেতন না পাওয়ায় অর্থাভাবে অনেক শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন বলেন খবর পাওয়া গেছে। শিক্ষকরা জানান, গত বছরের জানুয়ারিতে সারা দেশে প্রায় ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০১২-১৩ অর্থবছর থেকে পরবর্তী তিন অর্থবছরে পর্যায়ক্রমে চাকরি জাতীয়করণ হওয়া শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সিলেটের কোনো শিক্ষক বেতন পাননি। পাবনা : রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের এক বছরেও পাবনা জেলার ১ হাজার ৭৯৬ জন শিক্ষক সরকারি বেতন-ভাতা পাননি। আগের স্কেল অনুযায়ী এসব শিক্ষক বেতন পেলেও গত সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় তাও। অর্থাভাবে স্কুলে গিয়ে শিক্ষরা সঠিকভাবে পাঠদান করতে পারছেন না বলে জানান শিক্ষক নেতারা। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমীন খসরু জানান, গত বছরের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার এক বছর পার হয়ে গেলেও আজো তার কার্যকারিতা দেখতে পাচ্ছি না। সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, নতুন স্কেল তো দূরের কথা পুরনো স্কেলেও চার মাস ধরে বেতন-ভাতা না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। ব্রাহ্মণবাড়িয়া : কসবা উপজেলায় ৭৩টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ২৯৫ জন শিক্ষক সরকারি সুযোগ-সুবিধা পাননি। উল্টো বেসরকারি হিসেবে যে বেতন পেতেন চার মাস ধরে তাও বন্ধ। শিক্ষক নেতা ফুল মিয়া জানান, বেতন-ভাতা না পাওয়ায় শিক্ষকরা অতি কষ্টে দিনাতিপাত করছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা নূর জানান, ইতোমধ্যে স্কুল ও শিক্ষকরা সরকারি গেজেটভুক্ত হয়েছেন। কিন্তু ট্রেজারির মাধ্যমে বেতন এখনো চালু হয়নি। হোসেনপুর : উপজেলার ৫২টি রেজিস্টার্ড ও চারটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২২৪ জন শিক্ষক চার মাস ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেত জীবনযাপন করছেন। ২০১৩ সালের আগস্ট পর্যন্ত তারা বেতন-ভাতা পেলেও সেপ্টেম্বর থেকে তা বন্ধ রয়েছে। বেতন-ভাতা না পেয়ে অর্থাভাবে বেশির ভাগ শিক্ষক চড়া সুদে অগ্রিম চেক বিক্রি করে দিচ্ছেন বলে জানা গেছে। উপজেলা শিক্ষা অফিসার এ কে এম বাছেদ জানান, সরকারিকরণের নীতিমালা চূড়ান্ত হতে বিলম্ব হওয়ায় তাদের বেতন বন্ধ রয়েছে। ফুলবাড়ী : উপজেলার ৭৫টি রেজিস্টার্ড ও ১৪টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫৫ জন শিক্ষক গত বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর ঘোষণার পরও আগস্ট পর্যন্ত বেসরকারি শিক্ষক হিসেবে বেতন পেয়েছেন। এর পর সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে তাদের আগের বেতনও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.