আমাদের কথা খুঁজে নিন

   

দামিনী স্মরণে - অমিতাভ বচ্চন।

আমি মুক্ত সময় পেরিয়ে যাবে জ্বলে জ্বলে নিভে যাবে মোম শ্রদ্ধায় ছড়ানো ফুল শুষ্ক হবে পানির অভাবে ক্ষোভ আর শান্তির কণ্ঠের তীব্রতা যাবে ক্ষয়ে তবু ‘নির্ভয়তা’র জ্বালানো শিখা গনগনে করে তুলবে আমাদের হূদয় পানিহীন শুষ্ক ফুল তাজা হবে আমাদের অশ্রুধারায় দামিনীর আত্মা ওর দগ্ধ কণ্ঠে ধ্বনিত করে তুলবে মহাবিশ্ব হে আমার কণ্ঠস্বর, ফুলের পাপড়িগুলো মোটেই পিষ্ট হবে না আমিই ভারতের মা, বোন আর মেয়ে শ্রদ্ধা আর সম্মান আমার জন্মগত অধিকার ভারত আমার মা আমাকে বাদ দাও, নিজের মায়ের যোগ্য তো তুমি হও। অনুবাদ: সাজ্জাদ শরিফ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।