আমাদের কথা খুঁজে নিন

   

দ্রুত জামায়াত নিষিদ্ধের আশা হানিফের

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, “আশা করি খুব দ্রুত বাংলাদেশ থেকে জামায়েতের রাজনীতি চিরতরে নিষিদ্ধ হবে। ”

যতো দ্রুত জামাত নিষিদ্ধ হবে ততো দ্রুত মানুষ স্বস্তি পাবে- মন্তব্য করে তিনি বলেন, “এটা প্রমাণ হয়েছে, যারা বাংলাদেশে জামাতের রাজনীতি করেন তারা প্রত্যেকে পাকিস্তানের সৈনিক। এদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। ”

নির্বাচনের পরে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলার জন্য বিএনপি ও তার জোটসঙ্গী জামায়াতে ইসলামীকে দায়ী করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।

বিএনপি রাজনীতির কৌশলে ‘পরাস্ত’ হয়ে হিন্দুদের ওপর আক্রমণ করছে বলে অভিযোগ তার।

হিন্দুদের ওপর হামলাকারীরা রেহাই পাবে না-হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, “সরকার এদের শাস্তি দিতে বদ্ধপরিকর। এমন শাস্তি দেয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের হামলা করতে না পারে। ”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে হানিফ বলেন, “আওয়ামী লীগকে পরাস্ত করা সম্ভব নয়, এটা হাড়ে হাড়ে বুঝে গেছেন। আপনি দুইবারের প্রধানমন্ত্রী, দেশের প্রতি দায়িত্ব থাকলে সহিংসতা ত্যাগ করুন। তখন একাদশ সংসদ নির্বাচনের রূপরেখা নিয়ে আলোচনা করা যাবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘সাম্প্রদায়িক স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক ওই আলোচনা সভায় মাহবুব উল আলম হানিফ গণমাধ্যমের সমালোচনাও করেন।

নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় সম্পদের বিবরণী নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, “সাংবাদিকদের দায়িত্বশীল হয়ে সংবাদ পরিবেশন করতে হবে। পরিপূর্ণভাবে জেনে রিপোর্ট লিখতে হবে। যারা লেখেন দয়া করে মানুষকে বিভ্রান্ত করবেন না।

“আমি আগেও ব্যবসা করতাম, রাস্তায় ঘুরতাম না।

হলফনামায় আমার সাড়ে ছয় কোটি টাকার সম্পদের বিবরণী দেয়া হয়েছে। এর বাইরে আমার কোনো সম্পদ নেই। ব্যাংক ঋণ আছে ১৪ কোটি টাকা। এটা পত্রিকায় এমন জায়গায় লেখা হলো যেখানে মানুষ পড়বে না। ”

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে অভিনেত্রী ফাল্গুনী হামিদ, নাট্য ব্যক্তিত্ব পিযুষ বন্দোপাধ্যায়, অভিনেতা এটিএম শামসুজ্জামান, ইনামুল হক প্রমুখ বক্তব্য দেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.