আমাদের কথা খুঁজে নিন

   

সিংড়ায় সংখ্যালঘুর দোকান ভাঙচুর করেছে ছাত্রলীগ কর্মীরা

কৃষ্ণ ঘোষ নামে এক সংখ্যালঘু চা বিক্রেতার দোকান ভাঙচুর করে দোকানের মালামাল রাস্তায় ফেলে দিয়েছে তিন ছাত্রলীগ নেতাকর্মী।

গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় প্রাণভয়ে কৃষ্ণ ঘোষ কোনও মামলা না করলেও পুলিশ বাদী হয়ে সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) শফিকুল ইসলাম জিডি দায়েরের সত্যতা স্বীকার জানান, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা যায়, সিংড়া পশু হাসপাতাল মোড়ের সংখ্যালঘু কৃষ্ণ ঘোষের দোকানে বাপ্পি, শাকিল ও সবুজ সরদার নামের তিন ছাত্রলীগ ক্যাডার এসে ভাঙচুর চালায় এবং দোকানের জিনিসপত্র রাস্তায় ফেলে দেয়।

এছাড়া তারা দোকান পুড়িয়ে দেয়ারও হুমকি দেয়

এ ঘটনার প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাচ্চু ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই মোড়ে কিছুদিন থেকে ছিনতাই ও সরকারি গাছ বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটছে।

হাসপাতাল মোড়ের এই চা বিক্রেতার দোকানে বসে এলাকার মানুষ এসব বিষয় নিয়ে আলোচনা করার অপরাধে এসব ঘটনার সাথে জড়িত ওই তিনজন এই হামলা চালায়।

এদিকে দোকানে ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছেন। পরে ঘটনাস্থলে পাহাড়া বসায় পুলিশ।

এলাকায় সবার কাছে অভিযুক্ত বাপ্পি, শাকিল ও সবুজ সরদার ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত হলেও নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন বলেছেন, অভিযুক্তরা সুবিধা গ্রহণের জন্য ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে থাকতে পারে।

তবে ছাত্রলীগ এ ধরনের কাজকে সমর্থন করে না।

এবিষয়ে ওই মহল্লার স্থানীয় বাসিন্দা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান জানান, ওই তিন যুবক এলাকায় ক্যাডার হিসেবে পরিচিত। তারা দীর্ঘ দিন ধরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।