আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পীর দায় ।। শাফিক আফতাব ।।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

আমি বানাতে চাই কোকিল, কুকুর হয়ে আসে __
আমি বানাতে চাই প্রজাপতি, হাতী হয়ে আসে __
আমি বানাতে চাই ফুল, পুতুল হয়ে আসে __
আমি নিসর্গের সৌম্য শান্ত এক নিলয় বানাতে চাই, হয়ে আসে যন্ত্রের নগর ;
আমি তোমাকে ভালোবেসে ধূলোর ধরাতে স্বর্গের অাবাস গড়াতে চাই, হয় আসে দ্বন্দ্ব সংঘাতের শহর।

আমি হাতে তুলি নিয়েছিলাম, শাশ্বত সুন্দরকে রং দেবো,
আমি হাতে কলম ধরেছিলাম, অন্তর্গত অজস্র সুন্দরকে ভাষা দেবো, সতেজ বর্ণমালার ধ্বনিতে দেবো কাব্যকলা,
আমি ভ্রমরের গুনগুন ধ্বনিগুলোকে স্বরগামের লয়ে বানাবো ধ্রুপদি সংগীত,
আমি বর্ণমালা শিখেছিলাম, মানবতার জয়গানে শ্লোগানে মুখরিত করবো রাজপথ,
আমি তোমাকে ভালোবেসেছিলাম, জান্নাতুল ফেরদৌস আসবে আমার কুঁড়েঘরে ;

আমি ইতিহাস পড়েছিলাম, পূর্বপুরুষের বোধগুলোকে তোমাকে দেবো বলে,
আমি ঐতিহ্যের দিঘিতে অবগাহন করেছিলাম, তোমাকে চেতনা সঞ্চারের জন্য,
আমি ধর্মের অমর বাণীগুলি শিখেছিলাম, তুমি সৎ সুন্দর আর নিয়েমের পথে হাঁটবে,

আমার অঙ্কিত চিত্র হয়ে আসে অাজ শুঁয়োরের পাল,
আমার ভাষা হয়ে আসে ব্যর্থ বৃদ্ধের দুষিত নিঃশ্বাস,
ইতিহাস আর ঐতিহ্য যন্ত্রের কালো ধোয়া হয়ে নির্গত হয় শহরতলির ইটির ভাটায়,
মানবতা আর ধর্মের বাণীগুলি মানুষ শুধু মুখে মুখে আওড়ায়......

আমি এক ব্যর্থতম শিল্পী, লেজ গুটিয়ে বাড়ি ফিরি, কলম আর তুলি মৃত মানুষের খুলি হয়, গুলি হয়...

১৬.০১.২০১৪




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.