আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন কূটনীতিকদের স্ত্রী, স্বামীরাও এবার ভারতের নজরদারিতে

ভারতে মার্কিন কূটনীতিকদের স্ত্রী বা স্বামীরা যেসব মার্কিন স্কুলে শিক্ষকতা করেন বা অন্যান্য কাজে যুক্ত আছেন, সেই ব্যাপারে বিস্তারিত তথ্য চেয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। আর যারা 'ওয়ার্ক পারমিট' ছাড়াই এতোদিন কাজ করেছেন, তাদের কাজ বন্ধ করতে হবে নতুবা ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

এককথায়, মার্কিন কূটনীতিকদের সহজে ছাড় দিচ্ছে না ভারত যদিও দেবযানী খোবরাগাডে ইস্যু ইতোমধ্যে থিতিয়ে গেছে। এ দেশে কর্মরত মার্কিন কূটনীতিকদের স্ত্রী বা স্বামীরা কোথায় কী কাজ করেন, কত বেতন পান, কোথায় কোথায় ঘুরে বেড়ান ইত্যাদি তথ্য জানতে চাইল নয়াদিল্লি। সেইসঙ্গে তাদের যেসব সুযোগ-সুবিধা প্রত্যাহার করা হয়েছে, তা ফের চালু করার সম্ভাবনা আপাতত নেই বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে মার্কিন কূটনীতিকদের জন্য ভারতের বিমানবন্দরে 'স্পেশ্যাল অ্যাকসেস' ছিল। তাদের তল্লাশি করা হত না। মার্কিন দূতাবাসের আমদানিকৃত জিনিসের ওপর শুল্ক চাপানো হত না। আর এখন দেবযানী ইস্যুতে পুরো চিত্রই বদলে গেছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.