আমাদের কথা খুঁজে নিন

   

ফেনীতে কেন্দ্র দখল, চৌমুহনীতে ব্যালট ছিন

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে গতকাল তিন পৌরসভার মেয়র পদের উপনির্বাচন সম্পন্ন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস (চশমা), ফেনী পৌরসভার মেয়র পদে মহাজোটের পক্ষ থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলাউদ্দিন (আনারস) ও নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় মেয়র পদে আকতার হোসেন ফয়সল নির্বাচিত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস (চশমা) ৭২৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত সমর্থিত মিজানুর রহমান মিজান (তালা)। তিনি পেয়েছেন ৪৫৫০ ভোট।

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়। নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য, রহনপুর পৌরসভার মেয়র গোলাম মোস্তফা বিশ্বাস দশম সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পদটি শূন্য ঘোষণা করা হয়। ফেনী : বিভিন্ন কেন্দ্রে অনিয়ম ও কেন্দ্র দখলের মধ্য দিয়ে ফেনী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। বিভিন্ন স্থানে অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগে সকাল ১০টায় নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ১৯ দল সমর্থিত প্রার্থী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল।

তিনি সংবাদ সম্মেলনে শহরের বিভিন্ন কেন্দ্র দখলের অভিযোগ করেন এবং সরকার সমর্থিত সন্ত্রাসীরা শহরের মধুপুরে তার গাড়িতে বোমা হামলা করেছেন বলে জানান। সকালে পৌরসভার বিভিন্ন কেন্দ্রে বহিরাগতদের সারিবদ্ধ লাইনের পাশাপাশি কেন্দ্র দখল করে জাল ভোট দিতে দেখা যায়। মধ্য চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থকরা ককটেল হামলা চালালে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ৫টি তাজা ককটেল উদ্ধার করে। এখানে মেয়র পদে মহাজোটের পক্ষ থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলাউদ্দিন (আনারস) ৪১,১৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল (দোয়াত-কলম) ৩,৬৬০ ভোট পান।

  নোয়াখালী : চৌমুহনী পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আকতার  হোসেন ফয়সল ১৫,৬৭৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী প্রার্থী জুলফিকার আলী ভূট্টো পেয়েছেন ৫,৫১২ ভোট।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.