আমাদের কথা খুঁজে নিন

   

চীনে রেলস্টেশনে ছুরিকাঘাতে ৩৩ জনের মৃত্যù

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুনমিং শহরের একটি রেলস্টেশনে শনিবার সন্ধ্যায় একদল সন্ত্রাসীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৩০ জন। এ সময় পুলিশের গুলিতে সন্দেহভাজন চার হামলাকারীও নিহত হয়েছে। চীনা কর্তৃপক্ষ এ হামলার জন্য উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে। কালো পোশাক পরা একদল লোক ছুরি নিয়ে স্টেশনে উপস্থিত লোকজনের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা সামনে যাকে পেয়েছে তাকে ছুরিকাঘাত করতে থাকে। অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, অনেক লোক রক্তাক্ত অবস্থায় স্টেশনে পড়ে আছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে গতকাল বলা হয়, তবে পুলিশের গুলিতে কমপক্ষে চার সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। পুলিশ আহত এক সন্দেহভাজন নারীকে আটক করেছে এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া হামলাকারীদের খুঁজতে তল্লাশি অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ একে 'সংঘবদ্ধ, পূর্বপরিকল্পিত, সহিংস সন্ত্রাসী হামলা' হিসেবে উল্লেখ করেছে। এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.