আমাদের কথা খুঁজে নিন

   

গান্ধী পরিবারের কেউই আর কংগ্রেসকে বাঁচাতে পারবে না

গান্ধী পরিবারের কোনো সদস্যই আর কংগ্রেসকে বাঁচাতে পারবে না। গতকাল কংগ্রেসকে কটাক্ষ করে এই মন্তব্য করেন বিজেপির প্রবীণ নেত্রী তথা গান্ধী পরিবারের ছোট বউ মানেকা গান্ধী।

একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল মানেকা গান্ধী বলেন, সম্প্রতি বিধানসভা নির্বাচনে চার রাজ্যে কংগ্রেসের যে হাল হয়েছে সেখান থেকে উঠে দাঁড়ানো আর সম্ভব নয়। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করলেও কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর পথ ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে মানেকা গান্ধী বলেন, মানুষ কংগ্রেসের ওপর থেকে আস্থা হারিয়েছে।

আর সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। জনগণ কংগ্রেস বা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিষয়ে শুনতে চায় না। তারা মনে করেন সরকারের বাইরে থেকে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী সরকারকে ধ্বংসের দিকে এগিয়ে দিয়েছে। দেশের মানুষ বোকা নন। সবাই জানেন মনমোহন সিং প্রধানমন্ত্রী।

কিন্তু সত্যিই কী তিনি প্রধানমন্ত্রী? প্রিয়াঙ্কা গান্ধীকে মঞ্চে আনলেও খুব একটা সুবিধা কংগ্রেস করতে পারবে না বলেই মনে করেন মানেকা। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর কোনো তুলনাই হয় না। মানেকা গান্ধী বলেন, নরেন্দ্র মোদী বাঘ হলে রাহুল একটা পাখিমাত্র। এনডিটিভি।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।