আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকে ভালোবেসে দেখলাম, স্বর্গের প্রাথমিক পাঠ তোমার কাছেই শিখতে হয ।। শাফিক আফতাব ।।

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

তোমাকে ভালোবেসে দেখলাম, পৃথিবীর তাবৎ পুলকের খনিগুলি থাকে তোমার অরণ্যের গভীরে
তোমাকে ভালোবেসে দেখলাম, এইটি একমাত্র বেঁচে থাকার পথ পৃথিবীতে
তোমাকে ভালোবেসে দেখলাম, এখানে আবার থাকে আগুনের ফুলকি, দহনের গহীন প্রহর
তোমাকে ভালোবেসে দেখলাম, পৃথিবীতে ফুলগুলি ফোটে তোমার জন্য
তোমাকে ভালোবেসে দেখলাম, তোমার জন্যই পৃথিবীতে আসা।

তোমাকে ভালোবেসে দেখলাম, ক্লান্তি আর শ্রান্তি আর জীবনের যত ভ্রান্তি তোমার জন্য
তোমাকে ভালোবেসে দেখলাম, পৃথিবীর যত যুদ্ধ সংগ্রাম ঘাম প্রেম আর যত পণ্য, তুমি
তোমাকে ভালোবেসে দেখলাম, তুমি সাগরের গহীন আর বালুকাবেলার ভালোলাগার উৎস
তোমাকে ভালোবেসে দেখলাম, পৃথিবীর যত শিল্প, নৃত্য, ছন্দ, আর কলাবিদ্যার পাদপিঠ তুমি
তোমাকে ভালোবেসে দেখলাম, পৃথিবীর ফুলগুলি, বৃক্ষের পাতাগুলি তোমার অনুমতি নিয়ে ফোটে।



তোমাকে ভালোবেসে দেখলাম, পৃথিবীর সবচে নিসর্গের আধার তুমি
তোমাকে ভালোবেসে দেখলাম, গভীর অরণ্যের অযুত অনুভবের অনুপম অনুভূতি তুমি
তোমাকে ভালোবেসে দেখলাম, স্বর্গের প্রাথমিক পাঠ তোমার কাছেই শিখতে হয
তোমাকে ভালোবেসে দেখলাম, আমি সত্যি সবচে ক্ষমতাধর রাজার তনয়।
১৭.০১.২০১৪
তোমাকে ভালোবেসে দেখলাম, স্বর্গের প্রাথমিক পাঠ তোমার কাছেই শিখতে হয
। । শাফিক আফতাব । ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.